অনলাইনে ইসলামিক নয়, পুরো কাল্পনিক গল্প যেখানে মাঝে মাঝে বিধর্মীদের বৈশিষ্ট্য চলে আসে, এমন কপি টাইপিং এর কাজ থাকে। এই কাজ কী হালাল হবে?
গল্পের কাহিনীতে এবং সংলাপে বিধর্মীদের কথা, কাজ এবং চিন্তা চলে আসে। কিন্তু সেটা কাল্পনিক গল্প। আবার, কপি টাইপের জন্য কোনো গল্পের ১-২ পৃষ্ঠা দেয়া হয়। তাই পুরো কাহিনী জানা থাকে না। গল্প কোন ধরনের (ভালো-খারাপ-শিক্ষণীয়) সেটাও অজানা। এই ধরনের কাজ কী হালাল হবে?