বিসমিল্লাহির রাহমানির
রাহিম।
জবাবঃ
তাসবীর বা ফটো নাজায়েজ
, তাই সেই ভিত্তিতে ভিডিও,কার্টুন দেখাও নাজায়েজ।
হযরত আব্দুল্লাহ ইবনে
উমর(রা.)থেকে বর্ণিত,তিনি বলেন,
عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ
عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ الَّذِينَ يَصْنَعُونَ هَذِهِ الصُّوَرَ
يُعَذَّبُونَ يَوْمَ القِيَامَةِ، يُقَالُ لَهُمْ: أَحْيُوا مَا خَلَقْتُمْ "
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,যারা ফটো বানায়, কিয়ামতের দিন তাদের
শাস্তি দেয়া হবে এবং তাদের উদ্দেশ্যে বলা হবে,যা তোমরা বানিয়েছ
তাতে জীবন দাও।[সহীহ বুখারী-৫৯৫১]
আল্লাহ তায়ালা ইরশাদ
করেনঃ
وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ
الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا
ۚ أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ [٣١:٦]
একশ্রেণীর লোক আছে
যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে
এবং উহাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। [সূরা লুকমান-৬]
★কার্টুনও যেহেতু অবান্তর ও অপ্রয়োজনীয় বিষয়ের শামিল
তাই তা দেখা জায়েজ হবে না।
আরো জানুন- https://ifatwa.info/12819/
★ইহা ছাড়াও কার্টুন ইত্যাদিতে গান বাজনা, বাদ্যযন্ত্রের ব্যবহার থাকে।
★ইসলামে গান বাজনা সম্পূর্ণভাবে হারাম,কবীরাহ গুনাহ।
এটি কোনোভাবেই তওবা
না করলে মাফ হবেনা।
হাদীস শরীফে এসেছেঃ
مَنِ اسْتَمَعَ اِلٰی قَیْنَةٍ صُبَّ فِیْ
اُذُنَیْهِ الْاٰنُكُ یَوْمَ الْقِیَامَةِ ‘ (مسند احمد:۳۳۸۳،صحیح البخاری،رقم:۷۰۴۲،سنن أبی داؤد،رقم:۵۰۲۴)
যে ব্যাক্তি গায়িকা
মহিলার আওয়াজ শুনবে,
কিয়ামতের দিন তার
কানে শিশা গলিয়ে ঢেলে দেয়া হবে।
,
اَلْغِنَائُ یَنْبِتُ الْنِّفَاقَ فِی
الْقَلْبِ کَمَا یُنْبِتُ الْمَاءُ الْبَقْلَ۔‘ (السنن الکبری للبیهقی،رقم:۲۱۰۰۸، سنن ابی داؤد،بَابُ کَرَاهِیَةِ الْغِنَاء ِ
وَالزَّمْرِ،رقم:۴۹۲۷)
রাসুল সাঃ বলেন গান বাজনা কলবে নিফাক সৃষ্টি করে,যেমনভাবে পানি শষ্য উৎপাদন করে।
আব্দুল্লাহ ইবন আমর
রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
أَنَّ نَبِيَّ اللَّهِ ﷺ نَهَى عَنِ
الْخَمْرِ وَالْمَيْسِرِ وَالْكُوبَةِ وَالْغُبَيْرَاءِ وَقَالَ كُلُّ مُسْكِرٍ
حَرَامٌ
রাসূলুল্লাহ ﷺ শরাব পান করতে, জুয়া খেলতে,
ঢোল বা তবলা বাজাতে
এবং ঘরের তৈরী শরাব পান করতে নিষেধ করেছেন। আর বলেছেন, প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই হারাম। (আবু দাউদ
৩৬৪৪)
আরো জানুন – https://ifatwa.info/9030/
সু-প্রিয় প্রশ্নকারী
দ্বীনি ভাই/বোন!
১. গোপাল ভাঁড় বা
বিভিন্ন কার্টুনে শরিয়তের নিষিদ্ধ জিনিস থাকার কারণে তা দেখা জায়েজ নেই; দেখলে গুনাহ
হবে । সুতরাং তা দেখা থেকে বিরত থাকা চাই।
২. উক্ত কথা মনে আসলে
আস্তাগফিরুল্লাহ পড়ে মহান আল্লাহ তায়ালার প্রতি মনোনিবেশ করবেন এবং উক্ত কথার প্রতি
ভ্রুক্ষেপ না করে স্বাভাবিক ভাবে কাজ-কর্ম করতে থাকবেন। আর যেই ইবাদত করবেন তা খুব
মনোযোগের সহিত করার চেষ্টা করবেন। তাহলে আশা করা যায় আবার ইবাদতে খুশু খুজু ফিরে আসবে।