ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
পূর্বে অনেক ফাতাওয়াতে আমরা উল্লেখ করেছি যে,মাতাপিতার সম্মতি ব্যতীত কখনো কোনো মুসলমান যুবক যুবতীর জন্য কোর্ট মেরেজ করা সমীচীন হবে না,মঙ্গলজনক হবে না।মাতাপিতাকে না জানিয়ে বালিগ ছেলে মেয়ের বিবাহ নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে।উনেক উলামায়ে কেরাম অভিভাবকহীন বিয়েকে বাতিল বলে মনে করেন।হানাফি মাযহাব মতে কু'ফু হিসেবে ছেলেটি মেয়ের সমকক্ষ বা বেশী মর্যাদার অধীকারী হলেই কেবল বিয়ে শুদ্ধ হয়ে যাবে।নতুবা মেয়ের অভিভাবকের অনুমতির উপর বিয়ে মওকুফ থাকবে।জানুন-
https://www.ifatwa.info/994, কুফু সম্পর্কে জানতে
https://www.ifatwa.info/780চার মাযহাবের অবস্থান দলীল সহ বিস্তারিত জানুন-
https://www.ifatwa.info/1524
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি ঐ হারাম রিলেশনকে পরিত্যাগ করুন। অতীত জীবনের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হোন। মাতাপিতার পরামর্শ মোতাবিক তাদের পছন্দকৃত পাত্রর সাথে বিয়ে করুন। তাদের কাছে আপনি আবদার রাখুন যে, আপনি তাদের পছন্দকৃত পাত্রর সাথে বিয়ে বসতে রাজি। তবে সে দ্বীনদার হতে হবে। যদি আপনার মাতাপিতা দ্বীনদার কোনো পাত্রকে আপনার জন্য পছন্দ করে,
তাহলে আপনি আপনার মাতাপিতার পছন্দমত কোনো পাত্রর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আপনি আপনার মাতাপিতার পছন্দকৃত পাত্রর কাছে মিথ্যা বলতে পারবেন যে, আপনার পূর্বের কোনো রিলেশন ছিলনা। প্রয়োজনে আপনি কসম করেও বলতে পারবেন। হ্যা, যদি আপনার মাতাপিতা দ্বীনদার পাত্র না দেখে বরং দুনিয়াদার পাত্র কে আপনার জন্য পছন্দ করে, তাহলে তখন আপনি নিজ ইচ্ছানুযায়ী কোথাও বিয়ে করতে পারবেন। তবে সর্বদা মাতাপিতাকে খশি রাখার মধ্যেই কামিয়াবি। সুতরাং তাদেরকে খুশি রেখেই আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। জাযাকুমুল্লাহ।