বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) যেহেতু ইমাম আবু-হানিফার এক কওল তথা বক্তব্য অনুযায়ী আরবী ব্যতিত অন্যান্য ভাষার কুরআন তরজমা নামাযে পড়া যায়, এবং হানাফি মাযহাব ব্যতিত অন্যান্য মাযহাব অনুযায়ী নামাযে মুক্তাদির জন্য কিরাত পড়ার অনুমোদন রয়েছে, তাই আপনার নামায বাতিল হবে না। তবে ভবিষ্যতে আপনি আর এরকম করবেন না। বরং সর্বদা ইমামের পিছনে কিরাত না পড়ার চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহ।
(২) জ্বী, নফল নামাযে মনযোগ বৃদ্ধির জন্য আপনি জোরে জোরে তিলাওয়াত করতে পারেন।
(৩) যেহেতু তাতে কোনো মাংস ছিল না, এবং হয়তো সে মজা করে বলেছে, তাই এই স্যান্ডউইচ খাওয়ার জন্য আপনার কোনো গোনাহ হবে না। হ্যা, যদি স্যান্ডউইচে শুকুরের মাংস থেকেই থাকে, তাহলে এখন আপনার জন্য তাওবাহ ও ইস্তেগফার ব্যতিত আর কোনো রাস্তা খোলা নাই। আপনি আল্লাহর কাছে তাওবাহ ইস্তগফার করুন। অবশ্যই আল্লাহ তাওবাহ কে কবুল করেন।