ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
িইতিকাফ অবস্থায় স্বপ্নদোষ হলে বেডের যে অংশে বীর্য লাগবে, সেই অংশকে ধৌত করে পরিস্কার করে নিলেই বেড পবিত্র হয়ে যাবে। আর পরনের যে কাপড়ে বীর্য লাগবে, কাপড়ের সেই অংশকে প্রথমে আলাদা ভাবে ধৌত করে নিয়ে উক্ত কাপড় পরিহত অবস্থায় গোসল করা যাবে, এতেকরে গোসলে কোনো সমস্যা হবে না। এবং ফরয গোসল সম্পন্ন করার পর ঐ বেডেই শয়ন করা যাবে, যে বেডে স্বপ্নদোষ হয়েছিল। এতেকরে বেডে শয়ন করার জন্য শরীর বা কাপড় কিছুই নাপাক হবে না।
পবিত্রকরণ এর দিক দিয়ে নাজাসত আবার দুই প্রকারঃ যথা-
(ক) দৃশ্যমান নাজাসত
(খ)অদৃশ্যমান নাজাসত
(ক)কাপড়ে প্রথম প্রকার তথা দৃশ্যমান নাজাসত লাগলে সেই নাজাসতকে দূর করে দিলেই কাপড় পবিত্র হয়ে যাবে।এক্ষেত্রে নাজাসত দূর করতে ধৌত করার কোনো পরিমাণ নেই।যতবার ধৌত করলে নাজাসত দূর হবে ততবারই ধৌত করতে হবে।যদি একবার ধৌত করলে তা চলে যায় তবে একবারই ধৌত করতে হবে।
(খ)কাপড়ে দ্বিতীয় প্রকার তথা অদৃশ্যমান নাজাসত লাগলে, কাপড়কে তিনবার ধৌত করে তিনবারই নিংড়াতে হতে।এবং শেষ বার একটু শক্তভাবে নিংড়ানো হবে যাতে করে পরবর্তীতে আর কোনো পানি বাহির না হয়।(ফাতাওয়ায়ে হাক্কানিয়া;২/৫৭৪,জা'মেউল ফাতাওয়া;৫/১৬৭)