আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
204 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।    
১.ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁ দেওয়া কি শরিয়ত সম্মত  ?
২."তওফিমা তারান্নুম তামমি " এই নামটা কি রাখা যাবে?

৩." মুসনাদে আহমাদ " এই নামের অর্থ যদি "প্রসংশিত সনদ "
বলি তাহলে ভুল হবে?

৪. লা মাজহাবিরা মাগরিব এর আজানের পরে ফরজ নামাজ শুরু হওয়ার আগে নফল নামাজ পড়ে। এটা কি জায়েজ?

1 Answer

0 votes
by (574,470 points)
edited by
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-

(১)
হাদীস শরীফে এসেছেঃ  
হযরত আবু-উমামাহ রাযি থেকে বর্ণিত
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ بِشْرٍ ، بِطَرَسُوسَ ، كَتَبْنَا عَنْهُ قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حِمْيَرٍ قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ ، عَنْ أَبِي أُمَامَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( مَنْ قَرَأَ آيَةَ الْكُرْسِيِّ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ لَمْ يَمْنَعْهُ مِنْ دُخُولِ الْجَنَّةِ إِلَّا أَنْ يَمُوتَ ) .
রাসূলুল্লাহ সাঃ বলেন,যে ব্যক্তি প্রত্যেক ফরয নামাযের পর আয়াতুল কুরসি পড়বে,তার জান্নাতে প্রবেশ করাতে মৃত্যু ব্যতীত আর কোনো প্রতিবন্ধকতা নাই(সুনানে কুবরা-৯৮৪৮,তাবারানি কাবির-৭৫৩২,ইবনুস-সুন্নি- আ'মলুল ইয়াওমি ওয়াল-লাইল-১২৪)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার কথা হাদীস শরীফে উল্লেখ রয়েছে। 
আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁ দেওয়ার কথা হাদীসে উল্লেখ নেই।
এটি কিছু বুযুর্গানে দ্বীনের আমল। 
সুতরাং  আবশ্যকীয় মনে না করে এটি করা যাবে। 
তবে এটিকে আবশ্যকীয় বা সুন্নাহ মনে করে করা হলে বিদ'আত হবে।
,
(০২)
তাওফিমা শব্দের অর্থ খুজে পাইনি। 
,
تَرَنُّم [رنم]
[তারন্নুম] শব্দের অর্থঃ 
সুর,সুরেলা আবৃত্তি,সুরেলা আওয়াজ,গানকরণ,গুনগুনানি।

তাম্মি নামের অর্থ হিসেবে পেয়েছিঃ উপযুক্ত, বন্ধুত্বপূর্ণ, ভাগ্যবান, স্বাভাবিক।
,
প্রশ্নে উল্লেখিত নাম না রাখাই উচিত।
ছাহাবায়ে কেরামদের নামে নাম রাখতে পারেন।  

(০৩)
مُسْنَد ج مَسَانِيد [سند]
[মুস্নাদ] শব্দের অর্থঃ 
(অলঙ্কারশাস্ত্রে) বিধেয় বা ক্রিয়া; সনদযুক্ত (হাদীস)
যে হাদীসগ্রন্থে প্রত্যেক সাহাবীর বর্ণিত হাদীসসমূহ স্বতন্ত্রভাবে সঙ্কলিত হয়েছে
ধারাবাহিক সনদযুক্ত হাদীস।

আহমদ দ্বারা এখানে ইমাম আহমদ ইবনে হাম্বল রহঃ উদ্দেশ্য। 
সুতরাং এর পূর্ণ অর্থঃ
ইমাম আহমদ ইবনে হাম্বল রহঃ এর সনদযুক্ত (হাদীস)। 
(০৪)
মাগরিবের আযানের পর ফরজের আগে নফল নামাজ নেই।
হাদীস শরীফে এসেছেঃ   

عَن عَبد اللَّهِ بْنِ بُرَيدة، عَن أَبيهِ، رَضِي اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبيَّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم قَالَ: بين أَذَانَيْنِ صَلاةٌ إلاَّ الَمْغَرِب

 হযরত আব্দুল্লাহ বিন বারিদাহ তার পিতা থেকে বর্ণনা করেন যে, রাসূল সাঃ ইরশাদ করেছেন-প্রতিটি দুই আজান [আজান ও ইকামত] এর মাঝে [নফল] নামায আছে মাগরিব নামায ছাড়া। {মুসনাদুল বাজ্জার, হাদীস নং-৪৪২২,আলমুজামুল আওসাত,হাদীস নং-৮৩২৮,সুনানে দারা কুতনী, হাদীস নং-১০৪০, সুনানে কুবরা বায়হাকী, হাদীস নং-৪১৭২}
,
আরো জানুনঃ 
,
★তবে কিছু ইসলামী স্কলারদের মতে এসময় নফল নামাজ পড়ার অনুমোদন রয়েছে।
সুতরাং তাদের মতানুসারী গন সেই মত অনুযায়ী আমল করতে পারবেন।        


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...