জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
উল্লেখিত ছুরতে নামাজ পড়ার নিষিদ্ধ সময় ব্যাতিত অন্যান্য সময় উক্ত ২/৩ ওয়াক্ত নামাজ কাজা আদায় করবেন।
এই ভাবে নিয়য় করবেন যে আমি অমুক দিনের মাগরিবের নামাজের কাজা আদায় করছি।
(০২)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
اَلۡحَمۡدُ لِلّٰہِ الَّذِیۡ وَہَبَ لِیۡ عَلَی الۡکِبَرِ اِسۡمٰعِیۡلَ وَ اِسۡحٰقَ ؕ اِنَّ رَبِّیۡ لَسَمِیۡعُ الدُّعَآءِ ﴿۳۹﴾
সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাঈল ও ইসহাককে দান করেছেন। নিশ্চয় আমার রব দোআ শ্রবণকারী।
(সুরা ইবরাহিম ৩৯)
,
প্রশ্নে উল্লেখিত ছুরতে যখন লাম টান দিয়ে পড়বে,তখন এটি "না" এর অর্থ দিবে।
অর্থাৎ এখানে অর্থ দাড়াবে "নিশ্চয় আমার রব দোআ শ্রবণকারী নন""
,
এক্ষেত্রে লাহনে জলি হওয়ার কারনে নামাজ ভেঙ্গে যাবে।
পুনরায় উক্ত নামাজ আদায় করে নিতে হবে।