শাইখ,
ফরজ নামায ৫ বছর না পড়লে যেমন পূরণ দিতে হবে,
তেমনি সুন্নাত যেমন (ফজরের পর ২ রাকাত,যোহর এর পর ৪ রাকাত)ও কি ৫ বছর না পড়ে থাকলে কাযা পূরণ করতে হবে?
আমি বলতে চাচ্ছি,সুন্নাত নামায টাতো ফরজ নামায এর মতো নয়,তাহলে কেন পূরণ দিতে হবে?
আল্লাহর কাছে এর জন্য তওবা করলে তো হবে তাই নয় কি?
বাকি ফরজ নামায পূরণ দেব,এরকম কি হয় না?
২| আমার ১ মুসলিম ভাই,যৌন রোগে আক্রান্ত,যেহেতু তার কোন বউ নেই,তাই এমন।সে এমন এক বাড়ীতে বাস করে যেখানে তার মামী ও থাকে।সে গত ৫ মাস যাবৎ তার মামীকে নিয়ে সহবার এর সমস্যায় আক্রান্ত।সে এসব ইচ্ছে করে করছে নাহ্,এসব তার মনের অজান্তে চলে আসে, না চাওয়া সত্ত্বেও।
সে স্বপ্নে ও মামীর সাথে যৌন কাজ করতে দেখে।অথচ এসবের তার কোন ইচ্ছা নেই।
মামীর সাথে যৌন ভাবনা তার উদ্রেগ হলে, সে তা তামাতে পারে নাহ্,এটা অনেক অনেক কঠিন নাকি।ফলে তার মযী বের হয়।
তার কিন্তু কোন নিজস্ব ঘর নেই,অর্থ উপার্জন করার সামর্থ্য ও নেই।সে বেকার ও ফকির এর মতো।
এখন আমি জানতে চাই,
১মামীর সাথে এরুপ যৌন চিন্তা মনের অজান্তে উদ্রেগ হওয়া কি স্বাভাবিক?
২সে এখন কি করবে?
৩তার জন্য কি কোন কৌশল আপনারা বলে দিতে পারেন?
৪সে কি এখন মুতা বিবাহ করতে পারবে?