আসসালামু আলাইকুম
পেয়াজ,আদা,রসুন খেলে নামাজ হবে নাকি শুধু পেয়াজ এর কথা হাদিসে বারন না শুধু পেয়াজ আর রসুনের কথা।
যেহেতু এগুলো মেডিকাললি প্রমানিত খাদ্য আসলে জানতে চাই হাদিসে অনুসারে নিদৃষ্ট ঠিক কোনটার কথা বলা হয়েছে যা খেয়ে মসজিদে আসতে নিশেষ করা হয়েছে।
২য় প্রশ্ন ইসলামে কি এমন কোন হাদিস অনুসারে দোয়া আছে যেমন পু লিংগ বড় করার বিষয় এটা প্রশ্নটা করেছি শুধু জানার উদ্দেশ্যে কারন বলা হয়ে থাকে ইসলাম সকল সমস্যার সমাধান,অনেক বাংলাদেশের নারীরা আমেরিকার মত লোকেদের বৃহৎ পু লিংগ পছন্দ করে সেক্ষেত্রে ইসলাম কি সমাধান দেয়?অনেকের বড় লিিিংগ না হওয়ার কারনে কিন্ততু বউ ও চলে যায় এটা কিন্তু বাস্তব কথা সে ক্ষেেেত্রে ইসলাম কি সমাধান
দেেয়?
৩য় প্রশ্ন হিজরা যারা আছে তাদের জন্য কি কোন দোয়া আছে যে এই দোয়া পরলে কবুল হয়ে তারা পুর্নাংগ মানুষ হবে বা তার মধ্যে পুরুষত্ব বৃদ্ধি পাবে নারীত্ব চলে যাবে।আসা করি সুন্দর একটি উত্তর হুজুর থেকে ইসলামের খেদমতে পাবো,ধন্যবাদ