আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
239 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (75 points)
১/আমার একটা বিষয় নিয়ে টেনচন ছিল।তো আমি সেটার সমাধান পাই এতে কিছুটা উত্তেজওত ছিলাম।আমি তখন আমার মাকে জরিয়ে ধরি।জরিয়ে ধরার শেষ পর্যায়ে চমার মনে হয় আমার মনে হয় হুরমত হয়ে গেছে আমি এটা নিয়ে চিন্তা করেছি।আমার স্পষ্ট মনে নেই। তবে প্রবল ধারনা যেটা সেটা বলছি
মানুষ অবশ্যি একসাথে দুটো চিন্তা করতে পারে না।তো আমি যখন মাকে জরিয়ে ধরি তখন মায়ের সাথে যে বিষয়ে কথা বলি সেটা হুরমতের কোনো কাজ না।অন্য পড়াশোনার বিষয়( যখন জরিয় ধরি)..।তাই আমার প্রবল ধারনা যে আমার সহবাস করার ইচ্ছা ছিল না।

যদি থাকত তাহলে আমার যে উত্তেজনা ছিল তাতে হয়তো লিংংগ পুরোপুরি দারিয়ে যেত।কিন্তু মাকে জরিয়ে ধরার সময় আমার একবারও মনে হয় নাই লিংগ দারিয়ে যাচ্ছে।

ঐ সময় আমার রসাবের চাপ ছিল।তাই উত্তেজনা ছিল না রসাবের চাপের অন্ুভুতি আমি এ বিয়ে সন্দিহান।

আর কামভাব না থাকার আরেকটা যুক্তি হচ্ছে।আমি যখন এটা নিয়ে চিন্তা করছিলাম তখন আগে আমার মাথায় উতেজনার বিষয়ে আসে। যদি সহবাস করার ইচ্ছা নিয়ে ধটতাম। তাহলে তো চিন্তা করতে গেলে আগে ুটা মাথায় আসত।
এখন আমি কী করব।.

২/ ১ নংং অনুযায়ী আমার যতটুকু মনে আছে তা হলো। প্রথমে যখন মাকে জরিয়ে ধরি তখন আমার মধ্যে কোনো কুচিন্তা ছিল না।জরিয়ে ধরার শেষের দিকে শুধু মনে হলো বুঝি আমার উত্তোজন হচ্ছে।তাই সাথে সাথে ছেরে দিলাম মাকে।আমি হুরমত হয়েছে কীনা এই দলেল খুজছিলাম।তখন আমি কেবল উত্তেজনা নিয়ে চিন্তা করছিলাম।গো এতে আমার মনে হল আমার তো সহবাসের ইছা ছিল না।

এখানে দুটো বিষয়।

১/ জরিয়ে ধরার শুরুতে কোনো কামভাব ছিল না।তাই হুরমত হয় নি।ঘটনা ঘটার ৩ দিন পর  ifatwa রশ্ন করেছি।ঘটানার ২য় দিন পর্যন্ত আমি এটা নিশ্চিত ছিলাম যে প্ীথমে হুরমত হয়নি।কিন্তু আজকে সন্দেহ জচ্ছ ১ম ২ দিনের নিশ্চিত হওয়া ভুল হতে পারে।

২/ শেষের দিকে শুধু মনে হয়েছে উত্তেজনা হচ্ছে।কিন্তু কামভাবের কথা আমার মাথায়ই আসেনি।

আমি কী করব।আমাকে একটু বিস্তারিত বলেন।

///৫/ আমার বাসায় নাপাক পানি৷ suply হয়।তাই বাসা পরিবর্তনের আগ পর্যন্ত কী আমি এই পানি আমার সকল কাজ যেমন ওযু, গোসল,নাপাক কাপর ধোয়ায় ব্যবহার করতে পারব

1 Answer

0 votes
by (583,020 points)
edited by
জবাব
بسم الله الرحمن الرحيم 


পূর্বের কিছু ফতোয়াতে উল্লেখ করা হয়েছে যে,    
ই'লাউস সুনান গ্রন্থে এসেছে 

أخبرنا أبوحنیفة، عن حماد، عن إبراهیم، قال: إذا قبل الرجل أم أمرأته أو لمسها من شهوةٍ حرمت علیه امرأته، أخرجه محمد في الحجج ورجاله ثقات (إعلاء السنن: ۱۱/۱۳۱)

যার সারমর্ম হলো কেহ যদি তার শাশুড়িকে চুম্বন করে,অথবা উত্তেজনার সাথে স্পর্শ করে,তাহলে স্ত্রী তার উপর চিরজীবনের জন্য হারাম হয়ে যাবে।      

স্পর্শ এর মাধ্যমে হুরমতে  মুসাহারাত প্রমাণিত হওয়ার ক্ষেত্রে অন্যতম শর্ত হলোঃ
   
সরাসরি খালি গায়ে বা এমন কাপড়ের উপর দিয়ে স্পর্শ করতে হবে, যা এতটাই পাতলা যে, শরীরের উষ্ণতা অনুভব হয়। যদি এমন মোটা কাপড় পরিধান করে থাকে যে, শরীরের উষ্ণতা অনুভূত না হয়, তাহলে নিষিদ্ধতা সাব্যস্ত হবে না।

فى الدر المختار- أو لمس ) ولو بحائل لا يمنع الحرارة
وقال ابن عبدين– ( قوله : بحائل لا يمنع الحرارة ) أي ولو بحائل إلخ ، فلو كان مانعا لا تثبت الحرمة ، كذا في أكثر الكتب (الفتاوى الشامية، كتاب النكاح، فصل فى المحرمات-3/107-108)

যার সারমর্ম হলো যদি এমন কাপড়ের উপর দিয়ে স্পর্শ করে,যেটা শরীরের গরমি ভাব অনুভব হয়,তাহলে হুরমতে মুসাহারাত প্রমানীত হবে।  
,
★আরো একটি শর্ত হলো স্পর্শ করার সময় পুরুষ মহিলা যেকোনো একজনের উত্তেজনা অনুভুত হওয়া।
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি যে আপনার মাকে জড়িয়ে ধরেছিলেন,এক্ষেত্রে মাঝে কোনো কাপড় ছিলো কিনা?
যদি মাঝে এমন কাপড় থাকে যে, শরীরের উষ্ণতা অনুভূত না হয়, তাহলে নিষিদ্ধতা সাব্যস্ত হবে না।
,
আর যদি মাঝে কোনো কাপড় না থাকে,বা এমন পাতলা কাপড় থাকে,যার উপর দিয়ে স্পর্শ করলে শরীরের গরমি ভাব অনুভব হয়,তাহলে এক্ষেত্রে যেহেতু আপনার স্পর্শ করার সময় উত্তেজনা ছিলোনা,আর উত্তেজনা আসা মাত্র আপনি সাথে সাথে ছেড়ে দিয়েছিলেন,তাই এক্ষেত্রে হুরমতে মুসাহারাত প্রমানীত হবেনা।
হ্যাঁ যদি উত্তেজনা আসার সময় এমতাবস্থায়  জড়িয়ে ধরে থাকেন,তাহলে যেহেতু লিঙ্গ দাড়িয়ে গিয়েছিলো,তাই  হুরমতে মুসাহারাত প্রমানীত হবে। 
,
(০৫)
যদি আসলেই সেই পানি নাপাক হয়,তাহলে কোনোভাবেই সেই পানি দিয়ে আপনি উপরোক্ত কাজ গুলি করতে পারবেননা। 

হ্যাঁ যদি আপনি সেই ট্যাংকির পানির নাপাকি নিয়ে সন্দেহে পড়েন,নাপাকির কোনো রং,স্বাদ,গন্ধ  যদি সেই পানিতে না পাওয়া যায়,তাহলে শুধু সন্দেহের কারণে উক্ত ট্যাংকি নাপাক হবে না।

 এ হল বিধান যদি ট্যাংকি ছোট হয়।কিন্তু যদি ট্যাংকি বড় হয়,যা স্কয়ার দশ হাত হয়,তাহলে তাতে নিশ্চিত ভবে নাপাকি পড়লেও তা নাপাক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...