আসসালামু আলাইকুম, "কোন এক দম্পতি প্রায় ঝগড়া করে, ২ টি সন্তান আছে, কাবিন নামায় স্ত্রী এর তালাকের অধিকার দেয়া হয়েছে, সেই অধিকার বলে সংসার খরচ, না দেয়াতে ধারাবাহিক ভাবে এবং আরো অন্যান্য খারাপ কাজের জন্য স্ত্রী স্বামীকে তালাক নামা পাঠায় তিন মাস আলাদা থাকে অন্য এলাকায়, এর পড় একসাথে থাকা শুরু করে মুরুব্বীদের কথায়, তার ২ মাসের মধ্যে আবার প্রচন্ডরকম ঝগড়া হয় এবং স্বামীকে বেড় করে দেয় স্ত্রী। প্রায় ৯ মাস তাদের চোখের দেখাও হয় নাই। এর মধ্যে উকিলের কাছে যায় স্ত্রী, উকিল জানায় আগের তালাকনামা ই বহাল থাকবে নতুন করে করা লাগবে না। প্রায় ৯ মাস পড়ে স্বামী মুরব্বিদের নিয়ে বসে মাফ চায় এবং সংসার করতেছে। এখন তাদের কি তালাক সম্পন্ন হয়ে গেছে? নাকি তাদের সংসার শরিয়ত মোতাবেক ঠিক আছে?