ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) সূরা ইখলাসের শেষ আয়াতে কুফুওয়ান এর কুফুতে এসে ওয়াকফ করে ফেললে লাহনে জলী হবে না ঠিক তবে লাহন হবে।
(২) ইসলামিক ফাউন্ডেশনের নতুন পুরাতন কোনো প্রকার বইয়ের পিডিএফ জায়েয হবে না যদি সেই কিতাবগুলোর স্বত্ব সংরক্ষিত থাকে, এবং কিতাবের গায়েই লিখা থাকবে। আর যদি স্বত্ব সংরক্ষিত না থাকে, তাহলে উক্ত কিতাবের পিডিএফ করা জায়েয হবে।
(৩) জেনারেল পড়া কিছু সংখ্যক মুসলমানের উপর ফরযে কেফায়া, সুতরাং কিছূ সংখ্যক মুসলমান আদায় করে নিলে তা আদায় হয়ে যাবে।
(৪) না, গোনাহ হবে না। কেননা চাকুরী ব্যতিত রিযিক তালাশের আরো অনেক পথ খোলা রয়েছে।
(৫) যেহেতু জেনারেল শিক্ষা অর্জন করা, জরুরতের কারণে জায়েয। তাই ইসলাম বিরোধী টপিক গুলি এড়িয়ে যাওয়ার যথাসাধ্য চেষ্টা করতে হবে। মারাত্বক আকাঈদ সম্পর্কিত কোনো কিছু হলে তা এড়িয়ে যেতে হবে। কখনো তা লিখা যাবে না। প্রয়োজনে উত্তর পত্র খালি রাখতে হবে।
(৬) করোনা পরিস্থিতির অবনতির কারণে মসজিদের জামাত ও জুমু'আর নামাযে না গেলে গোনাহ হবে না।