আসসালামু আলাইকুম হুজুর । প্রশ্ন:1/ হুরমত সম্পর্কে :::
ক/ স্পর্শের সময় লিঙ্গ উথিত হলেও যার শরীরে স্পর্শ লাগল তার প্রতি কামভাব ছিল না তাহলে কি হুরমত হবে?
খ/স্পর্শের সময় লিঙ্গ উথিত হলেও যার শরীরে স্পর্শ লাগল তার প্রতি কামভাব ছিল না তবে আরেক জনের প্রতি ছিল তাহলেও কি হুরমত হবে?
গ/ স্পর্শের সময় লিঙ্গে আলোড়ন সৃষ্টি হয়েছে অথবা লিঙ্গে কেমন যেন অনুভূতি হল কিন্তু লিঙ্গ উথিত হয়নি এবং যার সাথে স্পর্শ হয়েছে তার সাথে সহবাসের দৃশ্য চোখে ভাসল কিন্তু কামভাব ছিল না তাহলে কি হুরমত হবে?
ঘ/ স্পর্শের সময় লিঙ্গ উথিত হল এবং যার সাথে স্পর্শ হয়েছে তার প্রতি কামভাব ছিল না কিন্তু অনিচ্ছাকৃতভাবে তার সাথে সহবাস দৃশ্য চোখে ভাসল তাহলে কি হুরমত হবে ।
ঙ/ স্পর্শ ব্যতীত হুরমতের অন্য সবশর্ত থাকলেও কি হুরমত হবে ।অথবা কামভাব ব্যতীত হুরমতের অন্য সব শর্ত ছিল তাহলে কি হুরমত হবে?
চ/ দৃষ্টিপাতের সময় মহিলাদের লিঙ্গের ভিতরের অংশ পুরুষ দেখলে সে পুরুষের ঐ নারীর প্রতি কামভাব ছিল না কিন্তু লিঙ্গ উথিত হল তাহলে কি হুরমত হবে ।
ছ/ দৃষ্টি পাতের সময় মহিলাদের লিঙ্গের ভিতরের অংশ পুরুষ দেখল সে পুরুষের ঐ নারীর প্রতি কামভাব ছিল কিন্তু লিঙ্গ উথিত হয়নি তাহলে কি হুরমত হবে ।
জ/ দৃষ্টিপাতের সময় পুরুষের লিঙ্গ মহিলারা দেখলে কামভাব ছাড়া কলব কেঁপে উঠলে হুরমত হবে কি।
ঝ/ কামভাব বলতে কারো সাথে সহবাস এর ইচ্ছাকেই কি বোঝায় ।
প্রশ্ন 2:: আমার অনিচ্ছাকৃতভাবে আমার লিঙ্গ অন্য কোন মহিলা দেখে ফেলল এবং তার হুরমত এর শর্ত গুলো হয়ে গেছে তাহলে কি আমার গোনাহ হবে।
প্রশ্ন 3:হুরমত এর শর্ত গুলোর মধ্যে শর্ত গুলো সম্পর্কে শতভাগ নিশ্চিত না থাকলে অর্থাৎ স্পর্শ হয়েছে কিনা অথবা কামভাব ছিল কিনা এগুলো সম্পর্কে সন্দিহান থাকলে হুরমত হবে কিনা ।
প্রশ্ন 4: হুরমত এর অসওয়াসায় অর্থাৎ মনে হয় স্পর্শ হয়েছে কিনা অথবা কামভাব ছিল কিনা থেকে কীভাবে বেঁচে থাকব?
প্রশ্ন:5/ আমার ইতিমধ্যে বারবার মনে হয় হুরমতে মুসাহারাত বিষয়টি জানার আগে আমার মায়ের সাথে হুরমত হয়েছে কিনা । কিন্তু হুরমত হওয়ার মত কোন ঘটনা আমার মনে পড়ে না। যদি হুরমত হওয়ার মত ঘটনা ঘটে থাকে তবে আমার ঘটনাটি মনে নেই তাহলে কি হুরমত হবে?