আসসালামু আলাইকুম।আমার এক ছেলের সাথে রিলেশন ছিল কিন্তু আমরা গুনাহর ভয়ে একে অপরকে বিয়ে করেছিলাম অভিবাবক না জানিয়ে আমরা ভেবেছিলাম আপাতত বিয়ে করে যে যার যার মত থাকি তারপর ছেলে কিছু করলে বাবা মাকে বলে বিয়ে করে নিব।আমাদের বিয়ের সময় একজন কাজি আমার একটা ছেলে বন্ধু আর মেয়ে বন্ধু ছিল আমি মুলত কাজীকে আমার সাক্কী মানি নাই কারন উনাকে আমি চিনতাম না। আমার বন্ধুদের কেই আমার সাক্কী মনে করেছি ওই সময়। আমি যতদুর জেনেছি ২জন ছেলে অথবা একজন ছেলে ২ জন মেয়ে থাকা লাগে সাক্কীর জন্য আর সাক্কীর পাশাপাশি অভিবাবক থাকাটাও নাকি জরুরি তানাহলে নাকি এইটা বিয়ে বলে গন্য হবে না, এছাড়াও আমরা বিয়ের পর আলাদা আলাদা থেকেছি সুতরাং এটা কি বিয়ে বলে গন্য হবে?
ঘটনার প্রেক্ষিতে আমার ওই ছেলের সাথে এক পযার্য়ে সম্পর্ক খুব খারাপ হয়ে যায় একদিন রাগারাগি করে সে আমাকে কলে ৩ তালাক একসাথে বলে তালাক তালাক তালাক এইভাবে, তারপর সে অবশ্য বলে মন থেকে বলে নি, আমি তখন ইসলাম নিয়ে এত ভাবতাম না কিন্তু এই বিষয় টা আমার মনে নাড়া দেয় আমি ইউটিউব এ অনেক ভিডিও দেখি কেউ ৩ তালাক একসাথে মানে আবার কেউ মানেনা আমি একসাথে ৩ তালাক মানি নাই কারন আমি তখনও তাকে খুব পছন্দ করতাম। তার ১৫ দিনের মাথায় আমার সময় টা ঠিক মনে নেই সে আমাকে আবার মেসেজ এ ৩ তালাক লিখে একইভাবে আমি মনে মনে ২ গুনে রাখলাম এর ২ মাস পরে সে আমাকে এইভাবে বলসে আজকে তোকে আমি একদম মন থেকে তালাক দিতেসি তালাক তালাক তালাক তর সাথে আর কোন সম্পর্ক নেই আমার। তখন আমি কান্নাকাটি করি অনেক আমারতো ৩ তালাক হয়ে গেল তখন আমি অই কাজীকে মেসেজ করি সিউর হউয়ার জন্য তিনি বলল ৩ তালাক বললেই নাকি তালাক হয়ে যায় আমাদের অনেক আগেই তালাক হয়ে গেসে আমাদের সম্পর্ক শেষ। কিন্তু আমি এটা মন থেকে কিছুতেই মানতে পারছিলাম না কারন আমি অই ছেলেকে ভালবাসতাম অনেক। তাই আবার আমার বিয়ে নিয়ে ঘাটাঘাটি করি দেখলাম অনেক মুফতি বলসেন অভিবাবক ছাড়া বিয়ে হয় না। আমি তখন বাচার জন্য অই মত টা গ্রহন করলাম আর অর সাথে দেখা করে বলি, আমাদের বিয়েই হয়নি তুমি জানোনা অভিবাবক ছাড়া বিয়ে হয়না? তখন সে বল্লো আমি সেইটা জানি। আমি বললাম আমি অই তালাক মানিনা তুমি যখন কিছু করবে তখন আমাকে বিয়ে কইর এইটা বিয়েই হয়নি তখন সেও চুপ ছিল আর কোন কথা বলেনি।
এক পযার্য়ে তার সাথে আমাদের সম্পর্ক ভেংঙগ যায় অই ছেলে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে আর আমাকে মেসেজ দিয়ে বলে আমি দোয়া করি তুমি জীবনে অনেক ভাল একজন ছেলে পাও। এই তার সাথে শেষ কথা আমার।
এর কয়েক বছর পর আমি বিয়ে করি। আল্লাহর রহমতে আমি অনেক সুখে আছি এখন কিন্তু আমি একজন ওয়াস ওয়াসার রোগী পুরবের জীবনের পাপ বার বার আমাকে তাড়া করে। আমার মনে সন্দেহ জাগে আমার সামীর সাথে আমার সম্পর্ক ঠিকঠাক আছে কিনা। এখন নতুন করে দেখতেসি অভিবাবক ছাড়াও নাকি বিয়ে হয়, মা আয়েশা (র) যে মোহরের কথা বলসেন এইটা আমাকে চিন্তায় ফেলে দিসে আমি শুধু রাসুলের বিয়ে বাতিলের হাদিস টুকু তখন দেখসিলাম এর পরের অংশটুকু আমার চোখে পড়েনি।আমি তখন বিয়ে বাতিল করেছিলাম ওই হাদিসের আলোকেই। আর আমি শুনেছি কোন মুফতির কথা ধরে আমল করলে তাতে নাকি গুনাহ হয়না আল্লাহই ভাল জানেন।কিন্তু আসলে আমার জন্য কোনটা সঠিক আমি এখন সেইটাই নিতে চাই। আবার যখন তালাক নিয়ে ভাবি তখন মনে এইটা আসে তখনতো আমি একসাথে ৩ তালাক মানি নাই ৩ তালাক কে এক তালাক মেনেছি কিন্তু তখন আমার ২য় তালাক টা ত ১৫ দিনের মাথায় দেওয়া হইসিল ওইটা কি তালাক হইসিল? রুজু অবস্তায় তালাক হয় কি? আসলে আমি কি মানব? কি মানা উচিত? আমি বুঝতে পারছিনা আমি জীবনের এক প্যাচের ভিতর আছি দয়া করে আমাকে একটা সুন্দর ফয়সালা বের করে দেন আমাকে শুধু এটা বলেন- আমার এখনের বিয়েটা ৈবধ কিনা? আমি নিশ্চিন্তভাবে সংসার করতে পারব কিনা? আমি একটু শান্তি চাই। আরেক টা কথা বলে রাখি আমি হানাফি বা আহলে কোন মাঝহাব বিষয়ে জানিনা আমি সাধারন একজন মুসলিম।দয়া করে হুজুর আমার উত্তরটা দিবেন এইটা আমার জীবনের জন্য অনেক জরুরি।