আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
797 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
edited by
ফেসবুকে নন-মাহরামদের ফ্রেন্ডলিস্টে রাখা যাবে কি না?কথা বলা যাবে কি না?(প্রয়োজনে)
পড়াশোনার ক্ষেত্রে এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজের প্রয়োজনে।
অনেক সময় দান-সদকা গ্রহণের জন্যও কথা বলতে হয়।(বিভিন্ন সংস্থার কাজে যারা মানুষের কাছ থেকে অনুদান সংগ্রহ করে দুস্থ মানুষদের নিকট পৌছে দেয়,মসজিদ এর কাজে,অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্য এবং আরো উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে)

ওস্তাদজি কুর-আন আর সুন্নাহর আলোকে জানাবেন।
by (597,330 points)
জবাবের প্রস্তুতি চলছে

1 Answer

0 votes
by (597,330 points)
বিসমিহি তা'আলা

জবাবঃ-
হযরত ইবনে আব্বাস রাযি থেকে বর্ণিত,তিনি রাসূলুল্লাহ সাঃ কে বলতে শুনেছেন,
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُولُ : " لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ ، وَلَا تُسَافِرَنَّ امْرَأَةٌ إِلَّا وَمَعَهَا مَحْرَمٌ ، فَقَامَ : رَجُلٌ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ اكْتُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا ، وَخَرَجَتِ امْرَأَتِي حَاجَّةً ، قَالَ : اذْهَبْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ " 
তরজমাঃ-
আজনবী পুরুষ-মহিলার মাহরাম ব্যতীত পরস্পর  খালওয়াত তথা নির্জনে সাক্ষাৎ করবে না।এক ব্যক্তি দাড়িয়ে বলল।অমুক জিহাদে আমার আমার নাম লিখা হয়েছে,অন্যদিকে আমার স্ত্রী হজ্বে যেতে চাচ্ছে।তখন রাসূলুল্লাহ সাঃ বললেন,তুমি তোমার স্ত্রীর সাথে হজ্বে যাও।(সহীহ বুখারী-২৮০০)

খালওয়াহ শব্দের ব্যখ্যা
 الْخَلْوَةُ فِي اللُّغَةِ: مِنْ خَلاَ الْمَكَانُ وَالشَّيْءُ يَخْلُو خُلُوًّا وَخَلاَءً، وَأَخْلَى الْمَكَانُ: إِذَا لَمْ يَكُنْ فِيهِ أَحَدٌ وَلاَ شَيْءَ فِيهِ، وَخَلاَ الرَّجُل وَأَخْلَى وَقَعَ فِي مَكَان خَالٍ لاَ يُزَاحَمُ فِيهِ
ভাবার্থ
যখন কোনো স্থানে উক্ত আজনবী পুরুষ ও মহিলা ব্যতীত অন্য কেউ থাকবে না।তথা এমন খালি স্থান যেখানে লোকসমাগম বলতে নেই।(আল মাওসুআতুল ফেকহীয়্যায়;১৯/২৬৫)
বিস্তারিত জানতে ভিজিট করুন- 212

ভালো কিছু শিখতে দ্বীনের জ্ঞান আহরণ করার নিমিত্তে বিপরিত লিঙ্গ কারো টাইম লাইন পড়ার যদি প্রয়োজন পড়ে,তাহলে উক্ত ব্যক্তিকে ফলো করা যেতে পারে।এমনকি প্রয়োজনে ফ্রেন্ডলিষ্টেও ঢুকা যেতে পারে।তবে বিনা প্রয়োজনে মেসেজিং করা জায়েয হবেনা।কেননা উপরোক্ত হাদীসে গায়রে মাহরাম নারী-পুরুষের জন্য নির্জন সাক্ষাৎ কে নিষেধ করা হয়েছে।বিস্তারিত জানুন-2000

হ্যা প্রাতিষ্টানিক প্রয়োজনে সর্বপ্রথম নারীদের মাধ্যমে নারীদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করা হবে।যদি সম্ভব না হয়,তাহলে বিপরিত লিঙ্গের কারো সাথে ইস্তেগফারের সাথে যোগাযোগ রক্ষা করা যাবে।তবে এক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্র বা মাধ্যমটা উন্মোক্ত হওয়া চাই।এবং এবং ফিতনামুক্ত পরিবেশ সৃষ্টির সর্বোচ্ছ পদক্ষেপ গ্রহণ চাই।

আল্লাহ-ই ভালো জানেন।

উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...