জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মানুষের জন্য মানুষের দুধ খাওয়া হারাম।শুধুমাত্র বিশেষ প্রয়োজনে শিশুর জন্য মায়ের দুধকে হালাল রাখা হয়েছে।সুতরাং স্বামীর জন্য স্ত্রীর দুধ পান করা হারাম।এ ব্যাপারে প্রায় সকল উলামায়ে কেরাম একমত।(জাওয়াহিরুল ফিকহহ-৭/৪৬)
স্ত্রীর দুধ খাওয়া হারাম।কেননা দুধ মানুষের শরীরের অংশ।
★শুধুমাত্র বিশেষ প্রয়োজনে শিশুর জন্য নির্দিষ্ট সময়ের মাঝে মায়ের দুধকে হালাল রাখা হয়েছে।
وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ ۖ لِمَنْ أَرَادَ أَن يُتِمَّ الرَّضَاعَةَ ۚ [٢:٢٣٣]
আর সন্তানবতী নারীরা তাদের সন্তানদেরকে পূর্ন দু’বছর দুধ খাওয়াবে, যদি দুধ খাওয়াবার পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায়। [সূরা বাকারা-২৩৩]
আরো জানুনঃ
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার গুনাহ হবে,এক্ষেত্রে এ নাজায়েজ কাজে সহযোগিতার কারনে আপনার স্ত্রীরও গুনাহ হবে।
খালেছ দিলে তওবা করে এহেন কাজ থেকে ফিরে আসতে হবে।
,
★প্রশ্নে উল্লেখিত ছুরতে স্তনে যতটুকু দুধ অবশিষ্ট থাকবে,এটি যেকোনো ভাবে বের করে অন্য কোনো দুধের বাচ্চাকে তা খাওয়াবে।
সম্ভব না হলে কোনো প্রানীকে খাওয়াবে।