সুরা পড়ার সময় কি একদম ই শ্বাস ছাড়া যায় না,অনেক সময় সুরা পড়ার সময় হালকা হালকা শাস বের হয়ে যায়,কথা বলার সময় ও আমরা হালকা হালকা শ্বাস ছাড়,, সেক্ষেত্রে বিধান কি? হাদিস অনুসারে জানতে চাই,যে একদম শাস আটকে রেখে পুরো আয়াত শেষ করতে হবে নাকি তেলওয়াত এর ফাকে ফাকে না ছাড়ার মত করে একটু একটু ছাড়া যাবে?