জবাব
بسم الله الرحمن الرحيم
(০১)
এক্ষেত্রে বনি আদম হিসেবে সম্মানার্থে শুধুমাত্র ভালো কাপড়ে পেঁচিয়ে দাফন করে দিবে।
জানাযা আকীকা,কিছুই করতে হবেনা।
(০২)
জন্মগ্রহনের পর মারা গেলে এক্ষেত্রে জানাযা,কাফন, দাফন সবই করতে হবে।
এমনকি সে মিরাছও পাবে।
,
তবে যেহেতু সে মারা গিয়েছে,তাই মৃত ব্যাক্তির যেমন আকীকা হয়না,তারও আকীকা হবেনা।
,
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الْوَاسِطِيُّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ الْمَكِّيِّ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الطِّفْلُ لاَ يُصَلَّى عَلَيْهِ وَلاَ يَرِثُ وَلاَ يُورَثُ حَتَّى يَسْتَهِلَّ "
জাবির (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন শিশু যদি জন্মগ্রহণ করার পরে চিৎকার না করে তবে তার জানাযার নামায আদায় করতে হবে না, সে কোন ব্যক্তির ওয়ারিস হবে না এবং তারও কেউ ওয়ারিস হবে না।
সহীহ, তিরমিজি ১০৩২.ইবনু মা-জাহ (১৫০৮)
বিঃদ্রঃ বাচ্চা জন্মের পর কান্না বা আওয়াজ করলে সেটি তার জিবীত এর আলামত।
আর কান্না বা আওয়াজ না করলে সেটি তার মৃত থাকার আলামত।