ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ওজুর ফরয চারটি যথাঃ-
(১)
চুলের গুড়া থেকে তুথনীর নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মূখ ধৌত করা।
(২)
দুনু হাত কনুই সহ ধৌত করা।
(৩)
দুনু পা টাখনু সহ ধৌত করা।
(৪)
মাথার এক চতুর্তাংশ মাসেহ করা।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সমস্ত মুখ মন্ডল ধৌত করা ফরয। কপালের যে জায়গায় আগাত পেয়ে তাতে ব্যন্ডিজ করেছেন, মুখ ধৌত করার সময়ে তাতে মাসেহ করে নিবেন। এবং ব্যন্ডিজ ব্যতিত বাদবাকী জায়গায় পানি পৌছিয়ে দিবেন। আপনার অজু হয়ে যাবে। উক্ত অজু দ্বারা আপনি নামায ইত্যাদি পড়তে পারবেন। জাযাকুমুল্লাহ।