ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
গর্ভবর্তী পশুর কুরবানি জায়েয। তবে যদি ভুমিষ্টের সময় অতি নিকটবর্তী হয়, তাহলে উক্ত পশু দ্বারা কুরবানি করা মাকরুহ।
شَاةٌ أَوْ بَقَرَةٌ أَشْرَفَتْ عَلَى الْوِلَادَةِ قَالُوا يُكْرَهُ ذَبْحُهَا؛ لِأَنَّ فِيهِ تَضْيِيعَ الْوَلَدِ، وَهَذَا قَوْلُ أَبِي حَنِيفَةَ - رَحِمَهُ اللَّهُ تَعَالَى - لِأَنَّ عِنْدَهُ الْجَنِينَ لَا يَتَذَكَّى بِذَكَاةِ الْأُمِّ، كَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ
[«الفتاوى العالمكيرية = الفتاوى الهندية» (5/ 287)]
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার বকরীর পেটে বাচ্চার ভ্রুণ পাওয়া গেছে, কাজেই বুঝা গেল যে, ভুমিষ্টের সময় নিকটবর্তী নয়, তাই উক্ত পশু দ্বারা কুরবানি করা জায়েয হবে। এতে কোনো প্রকার মাকরুহ হবে না।