আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
252 views
in সাওম (Fasting) by (66 points)
আসসালামু আলাইকুম।

১। আমি আরাফার দিনের সিয়াম রাখতে চেয়েছিলাম। বাংলাদেশে কবে আরাফার দিন এ নিয়ে সংশয়ে থাকায় ৮ ও ৯ জিলহজ্ব রোজা রাখার প্ল্যান করি। এ বিষয়ে শায়খ আহমদ উল্লাহ ও বলেছেন ৮ ও ৯ তারিখ ২ দিনই রোজা রাখার বিধান ওলামায়ে কেরামরা দিয়েছেন। গতকাল ৮ জিলহজ্ব রোজা রেখেছিলাম। আজ ৯ তারিখ ফজরের আজানের সময় ঘুম ভাঙ্গে। ভেবেছিলাম কিছু না খেয়ে রোজা রাখব। কিন্তু পানিশূন্যতা বোধ করায় পানি খেয়ে ফেলতে হয় যার কারণে রোজা রাখতে পারিনি। এখন কথা হচ্ছে ৮ বা ৯ যে কোন দিন তো আরাফাতের দিন হতে পারে ( সৌদি আরবে ৯ = বাংলাদেশে ৮ এবং বাংলাদেশের ৯ তারিখ আজকে)। এই দিন রোজা রাখলে ১ বছর পূর্বের ও পরের গুনাহ মাফ হয়ে যায়। এখন আমার যদি আর ১ বছর হায়াত না থাকে আর তওবা না করে মারা যায় সেই ভয় হয়। আমি কি করতে পারি?

২। অমুসলিম দেশে যদি আজান সাধারণত দেওয়া হয় না। সবাই আন্দাজ করেই সাহরী ও ইফতার করে। মনে করুন সেই দেশে সাহরীর শেষ সময় ৪ঃ০৫। এখন আজান শুনতে না পাওয়ায় কেউ ৪ঃ১০ পর্যন্ত সাহরী করল। একই কাজ ইফতারিতেও করল, আগে করে ফেলল বা পরে। এক্ষেত্রে কি সেই ব্যক্তি গুনাহগার হবেন? তিনি তো আজান শুনতে পারেননি।

৩। Ifatwa ওয়েবসাইটে মাসে এখন ৪ টার বেশি প্রশ্ন করা যায় না। সম্ভবত এই মাসে এটাই আমার শেষ প্রশ্ন (ইনশা আল্লাহ)। এখন কেউ ভুল করে ৪ টার বেশি প্রশ্ন করে ফেলতে পারে। এজন্য তার আইডি ব্লক না করে একটা পপআপ মেসেজ শো করা যায় যে আপনারা আর এই মাসে তার প্রশ্ন নিতে পারছেন না। আগামী মাস থেকে তিনি আবার প্রশ্ন পাঠাতে পারবেন। আবার অনেকের ইমারজেন্সি ফতওয়া লাগতে পারে। এই বিষয়গুলো এডমিনরা একটু দেখবেন এই অনুরোধ থাকল। সাওম ক্যাটাগরিতে এই কথা বলার জন্য দুঃখিত। কিন্তু ঐ যে এটাই আমার এই মাসে(জুলাই) শেষ প্রশ্ন তাই আর অন্য সেকশনে বলতে পারলাম না।
-জাযাকাল্লাহু খাইর

1 Answer

0 votes
by (589,140 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) 
https://www.ifatwa.info/2557 নং প্রশ্নের জবাবে আমরা বলেছি যে, 
হানাফি মাযহাবের উলামায়ের কেরামগনের বক্তব্য-
শরীয়তে কিছু ইবাদতের সম্পর্ক চাঁদের সাথে আর কিছুর সম্পর্ক সূর্যের সাথে।
পৃথিবীর সকল জায়গায় একসাথে সূর্যোদয় হয় না এবং সূর্যাস্তও হয় না।এবং তাহাজ্জুদের ওয়াক্ত এক সাথে হয় না।হাদীসে এসেছে,শেষ রাত্রে আল্লাহ বান্দাকে ডেকে বলেন,আছো কি কেনো গোনাহগার?আমি ক্ষমা করে দেবো।অথচ পৃথিবীর সকল জায়গায় এক সাথে তাহাজ্জুদ হয় না।লাইলাতুল কদরের আলোচনা কুরআনে এসেছে,অথচ সারা পৃথিবীতে এক সাথে রাত্র হয় না।

উপরোক্ত বিষয়গুলোতে আমরা অবশ্যই একথা বলবো,যে এই ইবাদত গুলি,যেমন লাইলাতুল কদর ইত্যাদির সম্পর্ক স্থানের সাথে।জিলহজ্বের মাসের নয় তারিখের নাম হল,ইয়াউমুল আরাফাহ।হাদীসে আরাফাহর দিন রোযা রাখার কথা বলা হয়েছে।
সুতরাং আরাফাহ তথা ৯জিলহজ্বের সম্পর্ক স্থানের সাথে।যে যেখানে অবস্থান করবে,সেখানের হিসেবেই ৯জিলহজ্ব অনুযায়ী রোযা রাখবে।

অন্যদিকে যারা সারা পৃথিবীতে একই সাথে হিজরী বর্ষ গণনার পক্ষে মতামত দিয়ে থাকেন।তারা মূলত সৌদিকে মানদন্ড হিসেবে সাব্যস্ত করেন।সুতরাং যে দিন সৌদিতে মাসের সূচনা হবে।সেদিন সারা পৃথিবীতেও মাসের সূচনা হবে।এ হিসেবে আরাফাহ তথা ৯জিলহজ্ব সেদিনই হবে যেদিন সৌদিতে ৯জিলহজ্ব হবে।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আরাফার রোযা বাংলাদেশ সময় অনুযায়ী রাখতে হবে। আরাফার রোযা রাখা ওয়াজিব বা ফরয নয়, তাই আপনি যখন রাখতে পারেননি, এতে কোনো গোনাহ হবে না। হ্যা, আপনি অন্য আ’মল চালিয়ে যান। অন্যান্য নেক আ’মল আপনি করুন। 

(২)
উনার উপর ওয়াজিব হল, সময়ের দিকে বিশেষ খেয়াল রাখা। উনি কেন উদাসীন হলেন, এরজন্য অবশ্যই উনাকে আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। উনার রোযা হবে না, পরবর্তীতে উনাকে কাযা করতে হবে। 

(৩)
এ বিষয়ে আপনি আমাদের মাদরাসার ওয়েবসাইটে যোগাযোগ করুন। মাদরাসার ওয়েবসাইটে প্রদত্ত ইমেইলে আপনি যোগযোগ করুন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 225 views
0 votes
1 answer 333 views
0 votes
1 answer 233 views
...