জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আরাফার রোযা হলো যিলহজ্জ মাসের ৯ তারিখ এর রোযা।
তাই বাংলাদেশে বসবাস কারীগন আগামিকাল মঙ্গলবার রোযা রাখবে।
তাতেই ছওয়াব পাওয়া যাবে।
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا قُتَيْبَةُ، وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، قَالاَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ غَيْلاَنَ بْنِ جَرِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " صِيَامُ يَوْمِ عَرَفَةَ إِنِّي أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ
কুতয়াবা ও আহমাদ ইবনু আবদা আদ-দাববী (রহঃ) ...... আবূ কাতাদা (রাঃ) থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছনঃ আরাফা দিবসের সিয়াম সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা করি যে, তিনি এর মাধ্যমে পূর্ববর্তী বছর এবং পরবর্তী বছরের গুনাহসমূহের কাফফারা করে দিবেন।
(তিরিমিজি ৭৪৭.ইবনু মাজাহ ১৭৩০, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ৭৪৯ [আল মাদানী প্রকাশনী]
,
★তবে কিছু উলামায়ে কেরামগন সতর্কতামূলক উভয় দিন (বাংলাদেশে ৮.৯ তারিখ) রোযা রাখতে বলেন।
সেই হিসেবে অনেকেই রাখে।
,
★প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি আরাফার রোযার ফজিলত অর্জন করতে চাইলে আগামিকাল মঙ্গলবার রোযা রাখবেন।
নতুবা আরাফার রোযার ফজিলত পাওয়া যাবেনা।
,
আপনি নফল রোযার ছওয়াব পাবেন,এতে কোনো ঘাটতি হবেনা।
,
আরো জানুনঃ