আসসালামুআলাইকুম,
১।গ্রামে উঠানগুলো গোবর দিয়ে লেপা থাকে।এখন বৃষ্টির সময় হাটতে গেলে পায়ে বা জুতায় বৃষ্টির ছিটা আসে,আবার ঘরের সামনে জুতা রাখলে তাতেও ছিটা আসে।
এতে কি পা বা জুতা নাপাক হবে?
২।বাটার স্যান্ডেলগুলোতে(রাবারের) তরল নাপাকি লাগলে তাতে কি জুতা পরা অবস্থায় মগ দিয়ে পানি ঢেলে দিলে পবিত্র হবে?
নাকি তা চামড়ার জিনিস যেভাবে ধুতে হয় ওভাবে ধুতে হবে।