আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
333 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (60 points)

আসসালামু 'আলাইকুম
১।নামায পড়ার সময় কনুই খোলা রাখা মাকরুহ তানযিহী নাকি মাকরুহ তাহরিমী?

২।মুনাজাতের সময় ২ হাতের অবস্থা কেমন হবে?ফাঁকা থাকবে নাকি একসাথে মিলিয়ে রাখতে হবে?

৩।জায়নামাযে একজায়গায় নাপাকি থাকলে একপাশে একটু সরে এসে পাক জায়গার উপর সিজদাহ-বৈঠক করলে নামায হয়ে যাবে কি?

৪।কারো কাছ থেকে একটা জিনিস কেনার পর যদি কোন কারণে সন্দেহ হয় যে জিনিসটা হয়ত চুরি করা, তখন সেই কেনা জিনিস ব্যবহার করা কি হালাল?

1 Answer

0 votes
by (583,020 points)
edited by
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
সুরা আ'রাফের ৩১ নং আয়াতে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

یٰبَنِیۡۤ اٰدَمَ خُذُوۡا زِیۡنَتَکُمۡ عِنۡدَ کُلِّ مَسۡجِدٍ وَّ کُلُوۡا وَ اشۡرَبُوۡا وَ لَا تُسۡرِفُوۡا ۚ اِنَّهٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ ﴿۳۱﴾
হে আদম সন্তান! প্রত্যেক সলাতের সময় তোমরা সাজসজ্জা গ্রহণ কর, আর খাও, পান কর কিন্তু অপচয় করো না, অবশ্যই তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না।

নামায পড়ার সময় কনুই খোলা রাখা বা হাফ হাতা জামা পরিধান করে নামাজ পরা মাকরুহ তানযিহী। 
,
বিস্তারিত জানুনঃ  
,
(০২)
ফাঁকাও রাখতে পারেন,মিলিয়েও রাখতে পারেন।
কোনো সমস্যা নেই।
সবই ছহীহ। 
,
হাত উত্তোলন করা ছাড়াও মুনাজাত করা যায়,তবে হাত উত্তোলন করে মুনাজাত করা মুনাজাতের আদব।
এতে দোয়া কবুল হওয়া সম্পর্কে হাদীস শরীফে পাওয়া যায়।
,
হাদীস শরীফে এসেছেঃ   
হযরত সালমান ফারসী (রা.) হতে বর্ণিত,
ان اللہ حی کریم، یستحی ان یرفع الرجل الیہ یدیہ ان یردھما صِفراً خائِبیْن۔
রাসূলুল্লাহ (সা.)বলেন, আল্লাহ তাআলা দয়ালু, দাতা। যখন বান্দা তাঁর সামনে প্রার্থনার হাত প্রসারিত করে তখন তা শূন্য ফিরিয়ে দিতে তিনি লজ্জ্বাবোধ করেন। (জামি’ তিরমিযী, ২/১৯৫)

আবূ মুহাম্মাদ ইবনু আবি ইয়াহইয়া (রঃ) বলেন,
رایت عبد اللہ بن الزبیر و رئیٰ رجلا رافعا یدیہ قبل ان یفرغ من صلاتہ، فلما فرغ منھا قال: ان رسول اللہ صلی اللہ علیہ و سلم لم یکن یرفع یدیہ حتی یفرغ من صلاتہ۔

আব্দুল্লাহ ইবনু যুবাইর (রা.)একজন নামাযীকে দেখলেন, সে নামায শেষ করার আগেই হাত তুলে মুনাজাত করছে। তিনি তাকে বললেন, রাসূলুল্লাহ (সা.) নামায সমাপ্ত হওয়ার আগে হাত তুলে মুনাজাত করতেন না। (মাজমাউয যাওয়াইদ, ১০/১৬৯)
,
(০৩)
হ্যাঁ নামাজ হয়ে যাবে।
দাড়ানোর স্থান,বসার স্থান,সেজদায় হাত,কপাল,নাক রাখার স্থান পাক হলেই সেই জায়নামাজে নামাজ হয়ে যাবে।

(০৪)
শুধু মাত্র সন্দেহের ভিত্তিতে এটিকে হারাম বলা যায়না।
আপনি যদি নিশ্চিত হোন,বা প্রবল ধারনা হয় ,তাহলে এটি বিক্রেতাকে ফিরিয়ে দিবেন।
বা মূল মালিককে ফেরত দিবেন। 
টাকা বিক্রেতা থেকে উসুল করে নিবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 507 views
...