আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ। আমার স্বামী একজন মেডিকেল অফিসার। পারিবারিক দায়িত্ব কর্তব্য এর জন্য আর বেশি ডিগ্রি অর্জনের এর চেস্টা করতে পারছেনা।আমার শাশুড়ী ছেলের জন্য ডাঃ বউ কিং বা অর্থ সম্পদ ওয়ালা মেয়ে চেয়েছিল।কিন্তু আমি মাস্টার্স করা একজন মধ্যে বিত্ত ঘরের মেয়ে এবং এতিম।তাই অনেক কিছু পাইনি কিং বা অন্য জায়গায় বিয়ে করালে ছেলেকে অনেক কিছু পেতো তা নিয়ে অনেক কথা শুনাতো।আমাকে অনেক তুচ্ছতাচ্ছিল্য করে।তাদের চোখ আমার কোনো যোগ্যতা নাই।তাই তারা চায় আমি কাজের মেয়ের মতো সব কাজ করি,কিন্তু পারিবারিক কোনো ডিসিশন, আলাপ আলোচনায় আমি থাকতে পারবো না।বিয়ের পর ও আমার ননদ কে এখানেই রাখছে,যাতে ওর শশুর বাড়ির কোনো ঝামেলা ওকে যাতে না পায় এবং উনি নিজেও সারাজীবন বাবার বাড়ির সাথেই ছিলো, শশুর বাড়ি শুধু মাত্র বেড়ানোর উদ্দেশ্য যেতো।কিন্তু আমাকে বেশিদিন আমার ভাই বোনদের কাছে থাকতে দেয়না। ছেলেকেও আমার বাবার বাড়ির লোকদের সাথে খুব একটা মিশা পছন্দ করে না।আর আমার এবং ননদ এর ক্ষেত্রে অনেক পার্থক্য করে।আমার অল্প ভুলেও অনেক বকাবকি কিংবা কথা শুনাতে ছাড়েনা,আর মেয়ের সাত খুন ও মাফ।মেয়ের জামাইয়ের অবাধ বিচরন।আমি খুব একটা সামনে যাই না কেনো?মেয়ের জামাই কে নাস্তা এগিয়ে দেওয়া,আদর যত্ন,আলাপচারিতা করিনা কেনো তা নিয়ে মন ক্ষুন্ন থেকে আমাকে কথা শুনায় অন্যভাবে।আমার এবং তার মেয়ের প্রেগ্ন্যাসির সময়ে আকাশ পাতাল পার্থক্য ছিল।আমার স্বামী দব দেখেও চুপ থাকে,তার বাবা মা যে অন্যায় করছে তা বুঝিয়ে বলতে গেলে সব অস্বীকার করে এবং অনেক উল্টো পাল্টা দোষ দিয়ে আমার জামাই কে চুপ করিয়ে দেয়।আমি খুব মানসিক কষ্ট এ থাকি।আমার প্রতিটা দিন পাহাড় সম যায়।আলাদা হতে চাই যাতে এই জুলুম থেকে বাচতে পারি,কিন্তু স্বামী রাজিনা।আমি কি করবো তাদের জুলুম,আমার প্রতি নিচু মানসিকতা, আমাকে দাসির মতো ভাবা,সুযোগ পেলেই কথা শুনানো, ছোটো করা আমি আর নিতে পারছিনা।এত মানসিক অশান্তি তে ইবাদত ও ঠিক মতো মনযোগ দিতে পারিনা,আর সব একসাথে থেকে পর্দা পালন কঠিন হয়ে যাচ্ছে, আল্লাহ কে বলছি আমার পেরেশানির কথা।কিভাবে আমি মুক্তি পাবো জানিনা,প্লিজ আমায় বলেন আমার কি করা উচিত???