আসসালমুআলাইকুম!
আমি একটা ছোট ব্যবসা দাড়া করানোর প্রচেষ্টায় আছি। যেখানে বিভিন্ন টি শার্ট, মগ, ফোন কাভার, পোস্টার এর মত অ্যাক্সেসরিজ সেল করতে চাচ্ছি।
আমার প্রশ্ন ২টি,
১. আমি যদি জনপ্রিয় টিভি সিরিজ, মুভি গুলোর পোস্টার ব্যবহার করে টি শার্ট, মগ, ফোন কাভার, পোস্টার বানাই (অবশ্যই শালীন) তাহলে কি আমার জন্য সেই ব্যবসা হারাম না হালাল?
২. আমি যদি ইসলামিক লাইন, কোরআনের সহীহ আয়াত ( সুরার নাম, আয়াত নাম্বার সহ), হাদীস ইত্যাদি টি শার্ট, মগ, ফোন কাভার এ প্রিন্ট করে সেল করি, সেই ক্ষেত্রে কি আমার ব্যবসা হালাল হবে?