১. একটি প্লাস্টিকের পানি রাখার পাত্রে বাইরের দিকে তরল নাপাক লাগে। পরবর্তীতে নাপাকটি এমনভাবে শুকিয়ে যায় যে, ভিজে গেলে তার চিহ্ন ফিরে আসার আর সম্ভাবনা নেই। এখন, প্রশ্ন হলো, এই নাপাক অংশটুকু কি ধুয়ে দিতে হবে, নাকি শুকানোই যথেষ্ট?
২. একটি বালতি যদি ভালোভাবে ধোয়া হয়, কিন্তু তিনবার ধোয়া হয়নি.... আর এতে নাপাকের কোনো চিহ্ন নেই (তরল নাপাক)। যদিও পানি ফেলে দেয়ার পর অল্প কিছু পানি লেগে থাকে।এমতাবস্থায় কি বালতিটি পাক হবে?