আমরা জানি যে নবী মুহম্মদ (স) মেয়েদের ঈদের নামাজে যাবার জন্য নির্দেশ দিয়েছেন বা উৎসাহিত করেছেন। কিন্তু বর্তমানে আমাদের ঈদগাহে যাওয়ার ব্যাবস্থাও নেই এবং গেলে ফিতনার ভয়ও রয়েছে। এমতাবস্থায় মেয়েরা কি করবে? তারা কি বাড়িতে একাকী সালাত আদায় করে নিবে? নাকি বাড়ীর সব মেয়েরা নিজেরা জামায়েতবদ্ধ হয়ে সালাত আদায় করবে? নাকি ঈদের সালাত ছেড়ে দিবে?