আসসালাুআলাইকুম শায়েখ।
অর্থ হালাল হারাম এর উপর কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন:
১)কেউ যদি এমন কোনো প্রতিষ্ঠানে চাকরি করে যে সে প্রতিষ্ঠান এর ব্যাবসা থেকে আসা টাকা হালাল না, আর ওই টাকা দিয়ে বেতন দেওয়া হয়।তাহলে উক্ত প্রতিষ্ঠানে চাকরি করা কি জায়েজ হবে?যদিও তার কাজ সেখানে হালাল থাকে।
২)কেউ যদি বিদেশে ম্যাক ডোনালস এর মতো কোনো রেস্টুরেন্টে কিচেন অ্যাসিস্টেন্ট/ওয়েটার হিসেবে কাজ করে কিন্তু রেস্টুরেন্টটি এমন যেখানে হারাম খাবার বিক্রি হয় যেমন শুকরের মাংস,মৃত প্রাণী ইত্যাদি তাহলে সেখান থেকে উপার্জিত অর্থ হালাল হবে কি?
৩) কেউ যখন অনেক বড় বা দামী জমি বিক্রি করে। তখন সাধারণত যার মাধ্যমে জমিটি বিক্রি হয়েছে তাকে জমির মালিক এ উপলক্ষে নিজে থেকে কিছু অর্থ দিয়ে থাকে।এই অর্থ গ্রহন করা কি জায়েজ?
জাযাকাল্লাহ