আসসালামু আলাইকুম।
1706 নং ফাতওয়াতে বলা হয়েছে নারীদের কণ্ঠ পর্দার মধ‍্যে পড়ে না। আবার 2129 নং ফাতওয়াতে বলা হয়েছে পড়ে।
এখন আমার প্রশ্ন হলো আমাদের বর্তমান সমাজে সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ রয়েছে। ক্লাসরুমে মহিলা শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ রয়েছে যেখানে তাদের প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় কথাবার্তা শোনা যায়।টিভিতে সংবাদ শুনতে গেলেও একি অবস্থা। এই অবস্থায় করণীয় কি? গায়রে মাহরাম এর দিকে দৃষ্টি এড়ানো সহজ হলেও কণ্ঠ এড়ানো একেবারেই অসম্ভব বর্তমানে।