আসসালামু আলাইকুম। স্বপ্নদোষ হওয়ার পর ঘুম থেকে উঠে তা শুকনো পাই। এছাড়া ঘুমন্ত অবস্থায় হাতে লাগার সম্ভাবনা বেশি এবং ঘুম থেকে উঠে যদি হাতে লেগেও থাকে তবে আবার শুকনো দেখতে পাই। আর্দ্রতা জনিত কারণে দরজার হাতল ভেজা ছিলো। দরজা খুলে ওয়াশরুমে যাওয়ার সময় নাপাকি লেগে শুকনো হাত, দরজার ভেজা হাতলে লাগলে কি দরজার হাতল নাপাক হয়ে যাবে? পরবর্তীতে গোসলের পর ঐ হাতলে হাত লাগলে কি হাত পুনরায় নাপাক হবে? যদি হয় সেক্ষেত্রে করণীয় কি?