আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
426 views
in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (4 points)
closed by
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

কুরআন তিলাওয়াত শেষে শুধুমাত্র এই উপমহাদেশে স্বদাকুল্লাহুল আলিয়ুল আজীম পড়া হয়। এটা পড়া কি বিদাত? আমাদের উপমহাদেশে শুধু এটা পড়া হয়।

https://youtu.be/flK5UWCi3aI
closed

1 Answer

0 votes
by (57,180 points)
selected by
 
Best answer

 

بسم الله الرحمن الرحيم

জবাবঃ-

আল্লাহ তাআলা বলেছেন:

 قُلۡ صَدَقَ ٱللَّهُۗ فَٱتَّبِعُواْ مِلَّةَ إِبۡرَٰهِيمَ حَنِيفٗاۖ

বল, আল্লাহ সত্য বলেছেন, সুতরাং তোমরা ইবরাহীমের মিল্লাতের অনুসরণ কর একনিষ্ঠভাবে। সূরা আলে-ইমরান: (৯৫)

অপর আয়াতে তিনি বলেন:

 وَمَنۡ أَصۡدَقُ مِنَ ٱللَّهِ حَدِيثٗا

  আর কথায় আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী কে?” সূরা নিসা: (৮৭)

 অপর আয়াতে তিনি বলেন:

وَمَنۡ أَصۡدَقُ مِنَ ٱللَّهِ قِيلٗا

 “আর কথায় আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী কে?” সূরা নিসা: (১২২)

ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, রাসূলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন:

((إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ».

নিশ্চয় সবচেয়ে সত্যকথা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব এবং সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদের আদর্শ।[(নাসায়ি আস-সুগরা: ১৫৭৮)

ইমাম কুরতুবী র: বলেন,

ومن حرمته إذا انتهت قراءته أن يصدق ربه، ويشهد بالبلاغ".

অর্থাৎ কুরআন তেলাওয়াত শেষে স্বীয় রবকে তাসদীক করা কালামে পাকের আদবের অন্তর্ভূক্ত।(তাফসীরে করতুবী-১/২৭)

প্রশ্নকারী প্রিয় দ্বীনি ভাই/বোন!

উক্ত বিষয়ে উলামায়ে কেরামের একাধিক মত রয়েছে।যদি কোন ব্যক্তি তেলাওয়াত শেষ হওয়ার আলামত হিসেবে কুরআনের উপর পূর্ণ বিশ্বাস রেখে সদাকাল্লাহুল আলিয়ুল আজীম বা এ জাতীয় কোন বাক্য বলে তবে তা বেদআত হবে না বরং তা  ভাল কাজ বলে গন্য হবে। কিন্তু কেউ যদি উহাকে ফরজ ,ওয়াজিব বা সুন্নাত হিসেবে পড়ে অথবা উক্ত কালেমাকে তেলাওয়াতের অংশ হিসেবে বলে অথবা কেউ তেলাওয়াত শেষে উক্ত বাক্য না বলাতে তাকে তিরষ্কার করে তবে তা অনউচিত এবং এমন ধারণা পোষণ কার সঠিক নয়। 

 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)
by (4 points)
জাযাকুমুল্লাহু খইরান ওয়া আহ্সানুল জাজা

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...