আসসালামু আলাইকুম,
আমি একজন প্রাপ্ত বয়স্ক মেয়েকে অসম্ভব ভালোবাসি সেও আমাকে বাসে। আমরা দুজনের মাদরাসার স্টুডেন্ট তাই হালাল হারাম সম্পর্কে আমাদের আগ থেকেই আলহামদুলিল্লাহ মোটামুটি ধারনা আছে আর সেজন্যই আমার ভালোবাসার মানুষ সহ আমরা সিদ্ধান্ত নি যে আমরা হারাম রিলেশনশিপ থেকে বাচার জন্য বিয়ে করে নেব। আমাদের কারো পরিবারই এখন মেনে নিবেনা আর আমরা সম্পর্ক বাদ দিয়ে কথা না বলে থাকার অনেক চেষ্টা করেছি কিন্তু পারছিলামনা। পরবর্তীতে আমি আমার পক্ষ থেকে একজন প্রাপ্ত বয়স্ক বোন আর উনি উনার পক্ষ থেকে একজন ভাই কে সাক্ষি রেখে কোর্ট ছাড়া আপাতত বিয়ে হারাম রিলেশনশিপ থেকে বাচার জন্য বিবাহ সম্পাদন করে নি। আলহামদুলিল্লাহ আমাদের কুফু ও মিল রয়েছে। এখন কি আমাদের বিয়েটা সুদ্ধ হয়েছে?
(নোটঃ আমরা আমদের ক্যারিয়ার সম্পন্ন করে এরপর আমাদের পরিবার কে জানাবো এর আগে জানালে অনেক সমস্যা হতে পারে তাই এখন জানানোটা আমাদের দুজনের জন্যই বিপদ্দজনক।)