আসসালামুআলাইকুম
নামাজে ইচ্ছাকৃত ভাবে শুকনো ঢেকুর দিলে নামাজ ভেঙ্গে যাবে কি? পেটের মধ্যে হালকা চাপ অনুভব করায় ইচ্ছাকৃত ঢেকুর দেই,তবে মুখ পুরোপুরি বন্ধ ছিল তবে কিছু শব্দ হয়েছে। প্রথম শব্দটি পেট থেকে হলেও পরের কয়েকটা শব্দ গলা অতিক্রম করে।কিন্তু মুখ বন্ধ ছিল।এতে নামাজ ফাসিদ হবে কি?
জাযাকাল্লাহ