আস্সালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ
বর্তমান সময়ে অনেকেই এসপিসি, রিং আইডি, ইনসাফ সেভেন এর মতো কম্পানি থেকে টাকা ইনকাম করছেন৷ রিং আইডিতে কমিউনিটি জবসের মাধ্যমে ১২০০ টাকা ইনভেস্ট করে প্রতিদিন ৫০ টি অ্যাড দেখে ২৫০ টাকা ইনকাম করছেন৷ এখানে কারও রেফার কোড ব্যবহার করে কমিউনিটি জবসের মেম্বারশীপ কিনলে যার রেফারকোড ব্যবহার করা হয়েছে তার অ্যাকাউন্টের মোট টাকার ১০% কমিশন যুক্ত হয়৷
১. এ ধরনের কাজগুলো করে টাকা ইনকাম কি জায়েজ হবে?
২. মাহরাম ছাড়া দেশের বাহিরে মেডিকেলে লেখাপড়া কোন নারীর জন্য জায়েজ হবে? যদি কেউ ইতিমধ্যে ভর্তি হয়ে থাকে এবং এখনও করোনার জন্য যায়নি কিন্তু একবছর অনলাইনে লেখাপড়া করেছে, তার ক্ষেত্রে বিধান কিরূপ হবে?