ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(২) যদি ব্যবহারিক জিনিষে এত ছোট্ট পরিমাণ ফটো থাকে যে, উক্ত ফটোকে জমিনে থাকাবস্থায় দাড়িয়ে সেটার অঙ্গপ্রত্যঙ্গ দৃষ্টিগোচর হয় না, তাহলে এমন ফটো থাকার কারণে উক্ত জিনিষের ব্যবহার হারাম হবে না। হ্যা যিনি বানাবেন, তিনি অবশ্যই বড় আকৃতির ফটো বানানোর সমপর্যায়ের গোনাহগার হবেন। অথবা যদি ফটো মাথা কর্তিত থাকে বা এমন অঙ্গপ্রত্যঙ্গ কর্তিত অবস্থায় থাকে,যা না থাকার কারণে প্রাণী জীবিত থাকতে পারে না,অথবা কোথাও অসম্মানের সাথে ফটোকে রাখা হয়,তাহলে এজাতীয় ফটো সমূহের ব্যবহার অবৈধ হবে না।বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/1955
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কার্টুন বা মানুষের এমন ছবি,যেখানে অবয়নকে পূর্ণভাবে বুঝা যায়না, এমন গেঞ্জিতে সলাত পড়া যাবে।
(৩)যদি রুম বই বা পেপারে মানুষের ছবি থাকে এবং কোন কিছু দ্বারা ঢাকা থাকে, তাহলে উক্ত পরিস্থিতিতে নামায পড়া যাবে।
(৪) বাংলাদেশে যখন জিলহজ্ব মাসের নয় তারিখ হবে, সেই দিন আপনি আরাফার রোযা রাখবেন।