আসসালামু আলাইকুম
আমরা বর্তমানে বেশির ভাগ মানুষ সামাজিক যোগাযোগ সাইট, যেমন: ফেসবুক।অনেকে এইসব সাইটে "আসসালামু আলাইকুম" লিখে পোস্ট দেয়।অনেক সময় সালামের উত্তর দেওয়ার সময় থাকে না। আবার অনেক সময় সালাম দেওয়া সেটা খেয়ালও করে না। আবার কোনো সময় যদি চিঠিতে সালাম দেওয়া হয়।
আমার প্রশ্ন হল যে
১.ফেসবুক বা এরকম সামাজিক যোগাযোগ সাইটের সালামের উত্তর লিখে না দিলে কি হানাফি মাজহাব অনুযায়ী গুনাহ হবে?
২.চিঠিতে সালাম দিলে কি সেটার জবাব দিয়ে আবার চিঠি পাঠাতে হবে হানাফি মাজহাব অনুযায়ী?