ভীষন সমস্যায় আছি। আমাদের এলাকার মসজিদের ঈমাম অনিয়মিত। প্রায় ওয়াক্তেই মুআযযিন নামায পড়ান। তার তিলাওয়াতে প্রতিটা আয়াতেই কোনো না কোনো সমস্যা আছে। অল্প যেটুকু আরবি জানি, তা থেকে বুঝতে পারি যে, এতে মারাত্মক অর্থবিকৃতি হয়।
আশেপাশে কোনো মসজিদ নেই যেখানে গিয়ে নামায পড়তে পারি। এই অবস্থায় আমার কি করনীয়? আমি কি জামাত ছেড়ে দেবো? এতদিন আমি বিষয়টা নিয়ে তেমন চিন্তাভাবনা করিনি।
কিন্তু হঠাৎ খোঁজাখুঁজি করে দেখলাম যে, এতে মুক্তাদিদের নামায ফাসিদ হয়ে যায়। এটা জানার পর আজকে সারাদিন জামাতের পর আবার নতুন করে নিজে নিজে ফরজ নামায পড়েছি। কিন্তু, এভাবে বেশিদিন চালিয়ে যাওয়া আমার জন্য কষ্টকর।
এই অবস্থায় আমি কি করতে পারি? আর, এতদিন যে নামায পড়েছি ওনার পেছনে, সেগুলো কি হয়নি??