বিসমিল্লাহির রাহমানির
রাহিম।
জবাবঃ
প্রত্যেক প্রাণীকে
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
যে কোন প্রাণীই হোক
তার উপর মৃত্যু একবার আসবেই। ভালো হোক খারাপ হোক তাকে মরতে হবে
কেউ জানে না কার, কোথায়, কিভাবে মৃত্যু হবে।
মানুষের মৃত্যুর স্থান ও সময় জানেন শুধু রাব্বুল আলামিন। মৃত্যুকে নিয়ে মানুষ অনেক
ভেবেছে; কিন্তু কেউই এ থেকে রেহাই
পায়নি।
মহান আল্লাহ সুবহানাহু
ওয়া তায়ালা ইরশাদ করেন,
كُلُّ نَفْسٍ ذَآىِٕقَةُ الْمَوْتِ ؕ
‘প্রত্যেক প্রাণীকেই
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে’ (সূরা ইমরান : ১৮৫)।
মৃত্যু নামক পেয়ালা
সবাইকে পান করতে হবে, কবর নামক অন্ধকার
গৃহে সবাইকে প্রবেশ করতে হবে। মৃত্যুর ডাক কার কখন চলে আসবে কেউই সঠিকভাবে বলতে পারে
না। মানুষ যেখানেই থাকে না কেন, যার মৃত্যু যেখানে
হওয়ার কথা সেখানেই হবে। সুতরাং সকলকে কবরের প্রস্তুতি নেওয়া জরুরী।
আল্লাহ পাক ইরশাদ
করেন,
أَيْنَمَا تَكُونُوا يُدْرِكُكُمُ الْمَوْتُ
وَلَوْ كُنْتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ
‘তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু তোমাদের সেখানে এসেই পাকড়াও করবে। যদি তোমরা
সুদৃঢ় দুর্গের ভেতরেও অবস্থান করো তবুও’ (সূরা নিসা : ৭৮)।
অন্যত্র ইরশাদ হচ্ছে,
إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ
فَإِنَّهُ مُلَاقِيكُمْ
‘তোমরা যে মৃত্যু থেকে
পলায়ন করেছ, সেই মৃত্যু অবশ্যই তোমাদের
মুখোমুখি হবে’ (সূরা জুমআ : ৮)।
আল্লাহ তায়ালা ইরশাদ
করেন,
وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ
أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
‘প্রত্যেক ব্যক্তির
নির্ধারিত সময় যখন উপস্থিত হবে, তখন আল্লাহ তায়ালা
কাউকে অবকাশ দেবেন না’ (সূরা মুনাফিকুন : ১১)।
হাদীস শরীফে এসেছে-
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ
اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ : " أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ
اللَّذَّاتِ " . يَعْنِي الْمَوْتَ
আবূ হুরায়রা (রাঃ)
থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা অধিক পরিমাণে জীবনের স্বাদ হরণকারী অর্থাৎ মৃত্যুকে
স্মরণ করো। (সুনান ইবনু মাজাহ, ৪২৫৮)
সু-প্রিয় প্রশ্নকারী
দ্বীনী ভাই/বোন!
উক্ত ঘটনা থেকে আমাদের
শিক্ষা নিতে হবে যে আমরাও একদিন মারা যাবো। আমাদেরকেও একদিন কবরের অন্ধকারে যেতে হবে। তাই মৃত্যুবরণ করার
আগে আমাদের কবরে যাওয়ার যত রকম প্রস্তুতি আছে সব রকম প্রস্তুতি নিতে হবে অর্থাৎ বেশি
বেশি আমল করতে হবে।
আর তিনি যেহেতু উক্ত
ঘটনার পরে অসুস্থ হয়ে পড়েছেন, তাই আমরাও দোয়া করি
এবং তিনিও যেন দোয়া করেন যে, আল্লাহ তাআলা তাকে
অতি দ্রুত সুস্থ করে দেন