আসসালামু আলাইকুম মুহতারাম,
আমার কয়েকটি প্রশ্নঃ
১৷ যিলহজ্ব মাসের রোযা রাখার সময় জীবনের কাযা রোযার নিয়তও করা হলে কি যিলহজ্বের রোযা আর কাযা রোযা দুইটাই আদায় হয়ে যাবে?
২৷ জন্মদিনের ও মিলাদের মত নাযায়েজ আয়োজনে না যেতে চাইলে কেউ জোর করলে বোঝালেও না বুঝলে কি করণীয়?
বিশেষ করে মিলাদে শুধুমাত্র মৃত ব্যক্তির দোয়ার জন্য শরিক হতে বললে কি অংশগ্রহণ করা যাবে?
৩৷ জন্মদিনের ও মিলাদের মত নাযায়েজ আয়োজনে শরিক থাকতে না চাইলে বাসায় এসে তবারক দিয়ে গেলে (পরিচিত কর্তৃক আয়োজিত), সেটা খাওয়া কি সমপর্যায়ের গুনাহ হবে?
অনুগ্রহ করে উক্ত প্রশ্নের উত্তর দিলে অনেক উপকার হয়, হযরত৷