আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শাইখ
2196 নং প্রশ্নের উত্তরে আপনি বলেছেন //এ দু'টির [আশআরী ও মাতুরিদী] বাহিরে কোনো আকিদাকে সমর্থন দেয়া যাবে না,এবং গ্রহণ করাও যাবে না।//
আমার প্রশ্ন হলো আছারী'রা কি আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত নন?
আরবের অনেক আলিমই দেখি আছারী। তাহলে উনারা কি গায়েরে আহলুস সুন্নাহ?
কেউ কেউ বলেন, শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিসে দেহলবি রহ., আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহ. আছারী ছিলেন তবে কিছু বিচ্যুতি ছিলো। এব্যাপারে উনাদের রহ. সঠিক অবস্থান কি ছিলো? জানতে চাচ্ছিলাম