আসসালামু আলাইকুম। বর্তমানে অনেকে মর্টগেজে বাড়ি নেন।সিস্টেম টা হল বাড়িওয়ালা কাউকে চুক্তিবদ্ধ হয়ে তার বাসা কয়েক বছর জন্য থাকতে দেন।তাই ভাড়াটিয়া একটা নির্দিষ্ট অংক পরিমাণ টাকা দেয়।এই মধ্যেবর্তী সময়ে ভাড়াটিয়া আর কোন টাকা দেন না।মেয়াদ শেষ হলে বাড়িওয়ালা সম্পূর্ণ টাকাটা ফেরত দিয়ে দেয়।এটা কি জায়েজ হবে শায়খ?