আমার এলাকার এক্তা মেয়ের বাবা মা কেও নেই। তার বড় ৫ টা ভাই আর ৩ টা বোন আছে । যখন সে পালিয়ে বিয়ে করে তার মা বেঁচে ছিলেন । এরপর মারা জান। বিয়ের পর যখন তার শ্বশুর বাড়িতে যাই মেয়ে কে ফিরিয়ে আনতে , তখন শ্বশুর বাড়ির লোকজন খুব খারাপ ব্যাবহার করে । এরপর কেও আর তাকে মেনে নিতে চাই না । বিয়ের ১৪ বছর পর বিয়ে ভেঙ্গে যাই একটা মেয়ে সন্তান থাকা অবস্থায় । এখন মেয়েটি অসহায় হয়ে পরেছে, একা একা মেয়ে কে মানুশ করছে একটা ছোট খাট চাকরি করে ।মেয়ে চাই তার ভাই দের কাছে ফিরে যেতে কিন্তু সব ভাই বোন মত দিচ্ছে না, কেও রাজি কেউ গর রাজি । এরকম অবস্থায় ভাই গুলো করনীয়ও কি ? ভাই দের কারও আর্থিক অবস্থা সছল নয় । অন্য এক বনের বর একেবেরেই মেনে নিতে রাজি না তাই সেই বোন ও রাজি না । এখন মেয়েটির কোন গার্জিয়ান নেই । এখানে ভাইদের কি কোন পাপ হচ্ছে ?