আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
185 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (48 points)
السلام عليكم ورحمه الله وبركاته
১.প্রতিদিন সারাদিনেরাতে বিভিন্ন সময়ে পড়া সুন্নাহ এমন সব সুরাগুলোর লিস্ট জানালে ভাল হয়।যেমন, রাতে মুলক,মাগরিব বাদ ওয়াকিয়া এমন যে কয়টি সুরা পাওয়া যায় সুন্নাহ থেকে....

২.প্রতিদিন পড়ার বিশেষ ফজিলতের সুরার মাঝে
ক.হাদীদ খ.ইয়াসিন গ.হা মীম সাজদা ঘ. মুজাম্মিল এই সুরাগুলো আছে কিনা?

৩.

ক.মুন্তাখাব হাদিস কিতাবের সকল হাদিসই গ্রহনযোগ্য?
খ.ফাজায়েলে আমালের সম্পর্কে অনেক আপত্তি শুনি,আমরা সাধারণরা কিভাবে পড়তে পারি কিতাবটি যেহেতু তাহকিক জানি না আমরা!

৪.মেয়েদের নাম, কন্ঠ কি আওরাহ এর অন্তর্ভুক্ত?
৫.ইমারজেন্সি ব্যালেন্স নেয়ার কি বিধান?

৬.একজন সাধারণ মানুষ কিভাবে সহজেই তালিবুন ইলম হিসেবে গন্য হতে পারে?

৭.পোষাকের সুন্নাহ সম্পর্কে জানতে চাই....পুরুষ মহিলা উভয়ক্ষেত্রে

৮.দস্তরখান বিষয়ে বিস্তারিত জানতে চাই....

৯.সারাদিন কতটুকু কুরআন তিলাওয়াত করলে হক আদায় হয়েছে বলে গন্য হবে?


জা ঝা কাল্লাহ খইরন ভাই

1 Answer

0 votes
by (574,260 points)
edited by
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
ফজরের পরে সুরা ইয়াসিন পরা সম্পর্কে হাদীস  শরিফে এসেছে, 

দারেমী শরীফে এসেছেঃ

عن عطاء بن أبي رباحٍ قال: بلغني أن رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم قال: من قرأ یٰٓس في صدر النہار قضیت حوائجہ۔ (رواہ الدارمي) (فضائل اعمال / فضائل قرآن ۱؍۵۲ إشاعۃ دینیات دہلي)

হজরত আতা বিন আবি রাবাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আমি শুনেছি যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি দিনের বেলায় সুরা ইয়াসিন তেলাওয়াত করবে, তার সব হাজত (প্রয়োজন) পূর্ণ করা হবে।’

★ জোহরের পর নির্দিষ্ট কোনো সূরা পাঠের কথা হাদিসে নেই। 
তবে সুরা ফাতহ তিলাওয়াত করতে পারেন।
★আসরের পরেও নির্দিষ্ট কোনো সূরা পাঠের কথা হাদিসে নেই। তবে সূরা নাবা’র ফজিলত সম্পর্কে একটি দুর্বল হাদিসে এসেছে,

مَنْ قَرَأَ سُورَةَ عَمَّ يَتَسَاءَلُونَ سَقَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ بَرْدَ الشَّرَابِ يَوْمَ الْقِيَامَةِ

যে ব্যক্তি সূরা নাবা পাঠ করবে আল্লাহ তাকে কেয়ামতের দিন ঠাণ্ডা পানীয় দ্বারা তৃপ্ত করবেন। (তাফসিরে কাশশাফ ৬/৩০৩)

★মাগরিবের পর সুরা ওয়াকিয়া পাঠ করবেন।
★ঈশার পর সুরা মুলক আর সুরা আলিম লাম মিম সাজদাহ তিলাওয়াত করবেন।
জাবির রাযি. বলেন,

 أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ لَا يَنَامُ حَتَّى يَقْرَأَ الم تَنْزِيلُ ، وَتَبَارَكَ الَّذِي بِيَدِهِ المُلْكُ

 রাসূলুল্লাহ ﷺ সূরা সাজদাহ ও সূরা মুলক তেলাওয়াত করা ব্যতিরেকে ঘুমাতেন না। (তিরমিযি ২৮৯২)

বিস্তারিত জানুনঃ 
,
(০২)
সুরা ইয়াসিন আছে।
,
(০৩)
ক,খ,
মুন্তাখাব হাদীস,ফাযাইলে আ'মল কিতাব খানাতে অবশ্যই অনেক যঈফ হাদীস রয়েছে।তবে আ'মল ও তারগিবের জন্য যঈফ হাদীসের উপর আ'মল করা বৈধ রয়েছে।

বিস্তারিত জানুনঃ  

(০৪)
নাম আওরার অন্তর্ভুক্ত নয়।
সতর্কতামূলক উলামায়ে কেরামগন বলতে নিষেধহ করে থাকেন।
কন্ঠ সংক্রান্ত ইসলামী স্কলারদের মতবিরোধ রয়েছে। 
নির্ভরযোগ্য মতানুসারে এটিও সতরের অন্তর্ভুক্ত। 
,
(০৫)
যদি অতিরিক্ত টাকা কেটে নেওয়া না হয়,তাহলে  ইমারজেন্সি ব্যালেন্স নেয়া জায়েজ আছে।
,
(০৬)
কুর'আর হাদীস ফিকাহ ইত্যাদি শিখা বা সেটি সেখার জন্য প্রয়োজনীয় জ্ঞানার্জন করলেও তাকে তালিবে ইলম বলা হবে।
কুরআন শুদ্ধ করার জন্য চেষ্টা করা/ কাহারো কাছে পড়লেও তালেবে ইলম বলা হবে।

আরো জানুনঃ 

(০৭)
পোশাক সংক্রান্ত ইসলামের নীতিমালা বিস্তারিত  জানুনঃ

(০৮)
দস্তখানা বিছিয়ে খাবার খাওয়া সুন্নাত।

বিস্তারিত জানুনঃ  

(০৯)
এখানে বাধ্যতামূলক নিয়ম নেই।
তবে হাফেজে কুরআনদের দৈনিক ১/২ পাড়া পড়া উচিত।  


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...