আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
233 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (56 points)
আসসালামু আলাইকুম
দারিদ্র্য মানুষকে কুফরির নিকটবর্তী করে দেয়।;(তিরমিজি শরিফ)

এরকম কি কোন হাদীস আছে? সেটা কি সহীহ?

তসহসকডকডকতলতকতকতকডককসকসকরকডকতকতকতকডকতকতকতকতকতকতকগকগকগককগকগকসকসকডকডকডকডকডকডকতকগকতকতকতকতকতকতকতকতকতক

1 Answer

0 votes
by (589,680 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত আনাস রাযি থেকে বর্ণিত
  َخْرَجَ أَبُو نُعَيْمِ في الحِلْيَةِ عَن أَنَسٍ رَضِيَ اللهُ عَنهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيهِ وعَلَى آلِهِ وصَحْبِهِ وسَلَّمَ: «كَادَ الفَقْرُ أَنْ يَكُونَ كُفْرَاً، وَكَادَ الحَسَدُ أَنْ يَغْلِبَ القَدَرَ» وَهُوَ حَدِيثٌ ضَعِيفٌ.
রাসূলুল্লাহ সাঃ বলেন, অভাব কুফরের নিকটবর্তী।এবং হিংসা মানুষকে ধংস করে দেয়। এটা সনদের দিক দিয়ে একটা দুর্বল হাদীস। তবে এই হাদীসের কিছু শাহিদ রয়েছে - যা এই হাদীসকে শক্তিশালী করে দেয়।  যেমন নিম্নের হাদীস,
روى الإمام أحمد عَن أَبِي بَكْرَةَ رَضِيَ اللهُ عَنهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيهِ وعَلَى آلِهِ وصَحْبِهِ وسَلَّمَ كَانَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِن الْكُفْرِ وَالْفَقْرِ وَعَذَابِ الْقَبْرِ

ইমাম বদরুদ্দীন আইনি রাহ বলেন, 
: وذلك لأن الفقر ربما يحمل صاحبه على مباشرة ما لا يليق بأهل الدين والمروءة، ويهجم على أي حرام كان ولا يبالي، وربما يحمله على التلفظ  بكلمات تؤديه إلى الكفر
অভাব মানুষকে কখনো কখনো দ্বীন এবং ভদ্রতার দিক দিয়ে নিম্নে নামিয়ে ফেলে। এবং হারাম কাজের দিকে মানুষকে ধাবিত করে দেয়। অভাবের দরুণ সে হালাল হারামের কোনো তোয়াক্কা করে না। এবং কখনো কখনো কুফরি কথা বলার দিকে মানুষকে নিয়ে যায়।( উমদাতুল ক্বারী)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...