ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
কেউ যদি বলে আমি শুধু বুখারী ও মুসলিমের হাদীসকে বিশ্বাস করি এবং কুর'আনকে বিশ্বাস করি, এর বাইরে কিছুনা, এবং তার উদ্দেশ্য থাকে যে,এর বাইরে আর কোনো সহীহ হাদীসের কিতাব নেই,তাহলে সে গোমরাহ তথা পথভ্রষ্ট। তবে কেউ কোনো প্রকার হাদীস না মানলে বা সহীহ হাদীসকে অস্বীকার করলে সে অবশ্যই কাফির হবে।
(২)
আপনি যে হাদীসের কথা বলছেন,এমন কোনো অর্থবোধক হাদীস সম্পর্কে আমাদের জানা নেই।
হ্যা,একটি হাদীস এমন রয়েছে,
لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا.
‘‘যদি আমি কাউকে কারো জন্য সিজদা করতে আদেশ করতাম, তাহলে নারীকে আদেশ করতাম, সে যেন তার স্বামীকে সিজদা করে।’’
কেউ যদি উক্ত হাদীসকে না মানে,এবং বলে যে,এটা হাদীস নয়,তাহলেও সে কাফির হবে না।
মানুষ তখনই কাফির হবে,যখন সে কোনো হাদীসকেই মানবে না।