ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
যদি আপনার কাপড় বা শরীর পূর্ব থেকে পবিত্র থাকে, এবং হঠাৎ অপবিত্রতার সন্দেহ হয়, তাহলে সেই সন্দেহের দ্বারা আপনার অজু নষ্ট হবে না। কেননা ফিকহের গুরুত্বপূর্ণ একটি মূলনীতি হল,
যা উসূলে ফিকহের গ্রহণযোগ্য কিতাবে বর্ণিত রয়েছে....
ﺍﻟﻴﻘﻴﻦ ﻻ ﻳﺰﻭﻝ ﺑﺎﻟﺸﻚ
(ﺍﻷﺷﺒﺎﻩ ﻭﺍﻟﻨﻈﺎﺋﺮ، ﺍﻟﻘﺎﻋﺪﺓ ﺍﻟﺜﻼﺛﺔ)
ভাবার্থঃ পূর্ব বিশ্বাস সন্দেহের কারণে দূরবিত হয় না।(অাল-আশবাহ ওয়াননাযাঈর-তৃতীয় ক্বায়েদা দ্রষ্টব্য) বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/1244
(২)
অনেক দিন ধরে কোনো জায়গায় নাপাক লেগে ঐ জায়গা শুকিয়ে যদি যায়, তারপর যদি শরীরের ভেজা অংশ ওখানে লাগে, এবং নাপাকি শরীরে লাগার পূর্ণ ইয়াকিন-বিশ্বাস জন্মে, এবং তা এক দিরহাম থেকে বেশী পরিমাণ জায়গা জুড়ে হয়, তাহলে উক্ত শরীর নিয়ে নামায হবে না। নতুবা নামায হবে।