আসসালামুয়ালাইকুম,
১)আমার মামা সিগারেটের প্রতি আসক্ত।তো প্রতিমাসে আমরা ইন্টারনেট বিল দেই,তো ইন্টারনেট বিল ৮০০ টাকা কিন্তু এটা জানা সত্ত্বেও আমার মা বাবা আমার মামাকে ১০০০টাকা দেন অর্থাৎ বাকি টাকা হাতখরচ হিসেবে দেন,কারন আমার মামা বেকার।এখন আমার মামা হয়ত ঐ টাকার কিছু অংশ দিয়ে সিগারেট খান আর কিছু অংশ দিয়ে হয়ত অন্যান্য কাজ করেন।তো এক্ষেত্রে কি তাকে হাতখরচের টাকা দেয়া জায়েজ হইতেছে?? হাত খরচের টাকা তার আসলেই প্রয়োজন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কিন্তু তিনি সিগারেটের প্রতি আসক্ত।
২)আর একবার আমার মা একটা কাজে ব্যস্ত ছিলেন তাই তিনি মামাকে নেটের বিল দিতে পারেননি ,তো মামা আমার কাছে চাওয়ায় আপাতত আমি আমার টাকা থেকে তার হাত খরচসহ নেট বিল দিছিলাম।এটা কি উচিত হয়েছে?এটা কি পাপে সাহায্য করা হয়ে গেল?ভব্যিষতে এরকম করা উচিত হবে?
৩)আর অনেক সময় আমার মামা আমার কাছে ছুটা ৫০/৬০ টাকা চায়,আর আমার তীব্র সন্দেহ হয় যে সে সিগারেট খাবে তাই তাকে তখন টাকা দেই না।এরকম করা কি উচিত হইতেছে আমার?নাকি আমি অতি সন্দেহপ্রবন হয়ে পড়তেছি।মামাকে অনেক বার আমার মা সিগারেট ছাড়তে বলেছে কিন্তু সে ছাড়ে না, এমতাবস্থায় করণীয় কি?
জাযাকাল্লাহ।