একটা লেখায় এমন পড়েছি যে সঞ্চয়ের ক্ষেত্রে নিয়তটা জরুরি,আমরা যেন ভালো নিয়ত করি,যদি অসুস্থের নিয়তে সঞ্চয় করি সেটা এমন যেন নিজে থেকেই দুঃখকে ডেকে আনা।অর্থাৎ সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল।পুরুষদের ইনকাম করতে হয়,ফ্যামিলির দ্বায়িত্ব থাকে,তাদের নিয়ত বুঝেছি।।কিন্তু শায়েখ,আমরা মেয়েরা অনেক ক্ষেত্রেই শুনেছি লেখাপড়া করছে,উচ্চশিক্ষা অর্জন করছে কিংবা জব করে,এই জন্য যাতে তারা শশুড়বাড়িতে একটা সম্মান পায়,মুল্য পায়,তাদের একটা ক্রেডিট থাকে এই টাইপ,কিংবা অনেকেই বলে যদি পরবর্তীতে হাজবেন্ড কোনো প্রব্লেম করে তাহলে চাকরিটাই সম্বল হবে।।এমন নিয়ত কি ঠিক??যদি ঠিক না হয় তাহলে কি নিয়ত করা উচিত??আমাদের মেয়েদের তাহলে লেখাপড়ার উদ্দেশ্য কি?বা চাকরির উদ্দেশ্য কি??