আসসালামু আলাইকুম।
১) একজন ঘরে কোনো এক ওয়াক্তের ফরজ নামাজ একাকী পড়ে বের হলো। রাস্তার পাশে এক মসজিদে তখন ঐ ওয়াক্তের জামাত চলছিল। এমতাবস্থায় সে জামাতে শরীক হওয়ার বিধান কী?
২) একজন মাসবুক ছিল। ভুলক্রমে ইমামের সাথে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে যায়। তখন হঠাৎ তার ভুলের কথা মনে পড়ে। তখন আবার পাশে অন্য মসজিদে জামাত চলছিল। এমতাবস্থায় সে অন্য মসজিদের জামাতে শরীক হয়ে নামাজ পড়তে পারবে?